ঢাকা, ১১ জুলাই ২০২৫, শুক্রবার, ২৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ মহরম ১৪৪৭ হিঃ

বিবিধ

নাফিসা আঞ্জুম হেলালী জেনারেশন হোপ গোলস-এর চ্যাম্পিয়ন হিসেবে দেশে ফিরেছেন

(৩ মাস আগে) ১২ মার্চ ২০২৫, বুধবার, ১২:১১ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:১২ অপরাহ্ন

mzamin

ইকোলারির বাংলাদেশের সহ-প্রতিষ্ঠাতা নাফিসা আঞ্জুম হেলালী জেনারেশন হোপ গোলসএর চ্যাম্পিয়ন হিসেবে দেশে ফিরেছেন। ইকোলারি বাংলাদেশ ঘোষণা করতে পেরে গর্বিত যে এর সহ-প্রতিষ্ঠাতা, নাফিসা আঞ্জুম হেলালী , থাইল্যান্ডের ব্যাংককে টেকসই উন্নয়ন বিষয়ক ১২তম এশিয়া-প্যাসিফিক ফোরামে অনুষ্ঠিত জেনারেশন হোপ গোলস ফাইনালে চ্যাম্পিয়ন হিসেবে আবির্ভূত হয়েছেন।  সেভ দ্য চিলড্রেন, UNFCCC, UN ESCAP, UNDP, Tzu Chi Foundation, এবং YECAP দ্বারা আয়োজিত এই মর্যাদাপূর্ণ প্ল্যাটফর্ম, স্থায়িত্ব এবং জলবায়ু কর্মে নাফিসার উল্লেখযোগ্য অবদানকে স্বীকৃতি দিয়েছে। ১৯টি দেশের ২৩৬ জন আবেদনকারীর মধ্যে, নাফিসার প্রকল্পটি ৮ মাসের নিবেদিত প্রচেষ্টার পরে দাঁড়িয়েছে, ইকোলারি বাংলাদেশ শীর্ষস্থান অর্জন করেছে।  থাইল্যান্ডের কেয়ার অফ কোরাল ২য় স্থান অর্জন করেছে এবং পাকিস্তানের ইকোস্টোভ ৩য় স্থান অধিকার করেছে।

এই বৈশ্বিক প্ল্যাটফর্মে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে, নাফিসা আঞ্জুম হেলালী  এবং রাকিব হাসান তাদের প্রভাবশালী কাজ প্রদর্শনের জন্য থাইল্যান্ড ভ্রমণ করেন।  তাদের পুরো যাত্রায় তাদের সমর্থিত দলের সদস্য সাবিহা সুলতানা নুহা, ইয়ামিন ইসলাম তাবিন এবং জাহিন তাসফিয়া জুহাইর - যাদের অবদান এই অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।

তাদের উদ্ভাবনী প্রচেষ্টার স্বীকৃতিস্বরূপ, ইকোলারি বাংলাদেশকে ৫,০০০(ইউএসডি) প্রদান করা হয়েছে, যা পরিবেশ-বান্ধব অনুশীলনকে আরও প্রচারের লক্ষ্যে একটি নতুন টেকসই উদ্যোগ বিকাশে বিনিয়োগ করা হবে। 

 

বিবিধ থেকে আরও পড়ুন

আরও খবর

বিবিধ সর্বাধিক পঠিত

বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশনের নির্বাহী পরিষদ/ সভাপতি মোসাদ্দেক হোসেন বিশ্বাস ডাম্বেল, সাধারণ সম্পাদক এ এম শামীম নির্বাচিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status