অনলাইন
মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির সব ছবি ও ভিডিও অপসারণের নির্দেশ
স্টাফ রিপোর্টার
(১৯ ঘন্টা আগে) ৯ মার্চ ২০২৫, রবিবার, ১২:১৬ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৩ পূর্বাহ্ন

মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির সব ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে অপসারণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রোববার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্ব-প্রণোদিত হয়ে এ আদেশ দেন।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) কর্তৃপক্ষকে তাৎক্ষণিকভাবে এই নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।
ধর্ষণের শিকার শিশুটির শারীরিক অবস্থা আরও অবনতি হওয়ায় গতকাল শনিবার বিকালে তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়।
এর আগে মাগুরার শ্রীপুর উপজেলার বাসিন্দা এই শিশুটি মাগুরা শহরে বড় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয়। তার শারীরিক অবস্থার অবনতি পর মাগুরা থেকে ফরিদপুর মেডিকেলে পাঠানো হয়। সেখান থেকে অচেতন অবস্থায় বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এখানকার চিকিৎসকরা তার অবনতি দেখে সিএমএইচে পাঠানোর সিদ্ধান্ত নেন।
এ ঘটনায় থানায় মামলা করেছেন শিশুটির মা। মামলায় আসামিরা হলেন-ধর্ষণের শিকার শিশুটির বোনের শ্বশুর হিতু শেখ (৫০), তার স্ত্রী জায়েদা বেগম (৪২) এবং তাদের ছেলে রাতুল শেখ (২২) ও সজীব শেখ (১৮)। তাদের চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পাঠকের মতামত
এ নরপশুদের ইসলামী আইনে জনতার সামনে উন্মুক্ত ফাসী বা কতলের ব্যবস্থা করতে হবে,তাহলে জনগন এর ভয়াবহতা উপলব্ধি করবে ও শিক্ষা নিবে।