কলকাতা কথকতা
বায়োপিকে মদন রাজ্যপালের ভূমিকায়, নামভূমিকায় শাস্বত কিংবা পরমব্রত
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(৩ বছর আগে) ৫ মে ২০২২, বৃহস্পতিবার, ১০:৩৭ পূর্বাহ্ন

বলিউড একটির পর একটি বায়োপিক দেখেছে, তুলনায় টলিউডে বায়োপিক হয় না বললেই চলে। কিন্তু, এবার রাজনীতির পোস্টার বয় মদন মিত্রর বায়োপিক তৈরি হচ্ছে বাংলায়। কাস্ট নির্বাচন প্রায় সমাপ্ত। প্রযোজক গোষ্ঠী ফেসবুক ও অন্যান্য সোশ্যাল মিডিয়ায় মদন মিত্রর জনপ্রিয়তা দেখে উৎসাহিত। তাঁরা 'ও লাভলি' খ্যাত মদন বাবুকে নিয়ে ছবি বানাচ্ছে। ছবিতে মদন মিত্রকেও একটি ভূমিকায় দেখা যাবে। না, বাস্তবের মদন মিত্র ছবির মদন মিত্রর ভূমিকায় অভিনয় করছেন না। তিনি রাজ্যপালের ভূমিকায় অবতীর্ন হচ্ছেন। ছবিটিতে রাজ্যপাল-রাজ্যের সংঘাত বারবার এসেছে। মদন মিত্রর আশা, তিনি এই চরিত্রের প্রতি সুবিচার করতে পারবেন তাহলে বায়োপিকে মদন মিত্র হচ্ছেন কে? দুটি নাম শোনা গেছে এই বিষয়ে। শাস্বত চট্টোপাধ্যায় এবং পরমব্রত চট্টোপাধ্যায়। তবে, ডেট নিয়ে সমস্যা না হলে শাস্বতর মদন মিত্রর ভূমিকায় অভিনয় করার সম্ভাবনা প্রবল। মদন মিত্রর কালারফুল চরিত্রে অভিনয় করার জন্য দুই অভিনেতাই মুখিয়ে আছেন। ছবিটিতে মমতা বন্দ্যোপাধ্যায় এর ভূমিকায় কে অভিনয় করবেন? দৌড়ে কিছুটা হলেও এগিয়ে আছেন সুদীপ্তা চক্রবর্তী। এছাড়াও মঞ্চের বিশিষ্ট কয়েকজন অভিনেত্রীর নামও আছে। চিত্রনাট্যটিতে ফুটিয়ে তোলা হয়েছে মদন মিত্রর কর্মকাণ্ড। ছবিতে যেমন জায়গা পাচ্ছে যুব কংগ্রেস নেতা হিসেবে মমতার ডাকে মদন মিত্রর রাইটার্স অভিযান, পুলিশের গুলি চালনায় ১৩ জন যুব কংগ্রেস কর্মীর মৃত্যুর ঘটনা, তেমনই মদন মিত্রর প্রগ্রেসিভ ট্যাক্সিমেন্স আসোসিয়েশন। ইন্সুরেন্স অফিসার হিসেবে তাঁর কর্মজীবন। শুটিং হবে মদন মিত্রর ভবানীপুরের বাড়িতে, কামারহাটিতে, দক্ষিনেশ্বর মন্দিরে, কামারহাটি ও ভবানীপুরের বিস্তীর্ণ অঞ্চলে, মেয়ো রোডে এবং প্রেসিডেন্সি জেলে। প্রযোজক গোষ্ঠী জলবক্ষেও লঞ্চের মধ্যে শুটিং রেখেছেন। ছবিটিকে তাঁরা বাস্তবসম্মত করতে চান বায়োপিক সম্পর্কে মদন মিত্র শুধু বলছেন- ও লাভলি!