অনলাইন
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রাজধানীতে গণঅধিকার পরিষদের বিক্ষোভ
স্টাফ রিপোর্টার
(২ বছর আগে) ৬ আগস্ট ২০২২, শনিবার, ৮:২১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৩:০০ অপরাহ্ন

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদের রাজধানীতে বিক্ষোভ-মিছিল করেছে গণঅধিকার পরিষদ। শনিবার বিকালে পুরানা পল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে তারা। মিছিলটি পুরানা পল্টন, প্রেসক্লাব, মৎসভবন, নাইটেঙ্গেল মোড়, বিএনপি পার্টি অফিস হয়ে ফের প্রেসক্লাবের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে জ¦ালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে নানা স্লোগান দেন দলটির নেতাকর্মীরা। মিছিলটি প্রায় এক ঘণ্টা রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এসময় রাস্তার পাশে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলাবাহিনীর উপস্থিতি ছিরো চোখে পড়ার মতো।
মিছিল শেষে জাতীয় প্রেসক্লাবে গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর বলেন, আমাদের দেশের রাজনৈতিক নেতাদের ছেলে মেয়ে, সম্পদ সব থাকে দেশের বাইরে। দেশের মানুষ কিভাবে থাকবে তা নিয়ে তাদের চিন্তা নেই। এসব কারণেই স্বাধীনতার ৫০ বছর পরেও দেশ দারিদ্র মুক্ত হয়নি। শুক্রবার মধ্যরাতে জ¦ালানি তেলের বৃদ্ধির ঘোষণা করে সরকার। এই সরকার দেশকে খাদের কিনারায় নিয়ে গেছে তাই দেশকে চালাতে হিমশিম খাচ্ছে।
তিনি বলেন, আজ সরকার নুরে আলম ও আব্দুর রহিমের মতো রাজনৈতিক কর্মীকে গুলি করছে। শ্রীলঙ্কায় দেখেন কাপড় চোপড় খোলার তালিকায় শুধু রাজনৈতিক নেতাকর্মীরা ছিল না, পুলিশ প্রধানও ছিল। ইতিহাস যদি সত্য হয়ে থাকে ভোলার গুলি আমাদের সাক্ষ্য দেয় শেখ হাসিনার পতন সন্নিকটে।
যুগ্ম আহ্বায়ক রাশেদ খান বলেন, নৌকা এখন ডুবে গেছে। এই নৌকা যেতে চেয়েছিল সিঙ্গাপুরে। এই নৌকা সমুদ্রের উত্তাল ঢেউয়ে ভেসে চলে গেছে শ্রীলঙ্কার কাছাকাছি। উন্নয়নের মার্কা এখন ডুবে গেছে। আজকে মানুষ লোডশেডিংয়ের অত্যাচারে ঘুমাতে পারছে না। সরকার মানুষের চিন্তা করে না। কারণ তারা জনগণের সরকার হয়।
এ সময় উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের নেতারা।