ঢাকা, ৭ জুলাই ২০২৫, সোমবার, ২৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ১০ মহরম ১৪৪৭ হিঃ

অনলাইন

‘দ্রব্যমূল্য জনগণের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাবে’

স্টাফ রিপোর্টার

(২ বছর আগে) ৬ আগস্ট ২০২২, শনিবার, ৫:৪৪ অপরাহ্ন

mzamin

৯০'র গণঅভ্যুত্থানের কেন্দ্রীয় ছাত্র নেতৃবৃন্দ এক বিবৃতিতে রাতারাতি ডিজেল, পেট্রোল, অকটেন এর দাম বৃদ্ধিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন,। নেতৃবৃন্দ বলেন এমনিতেই ডলারের দাম বৃদ্ধি, টাকার মান কমে যাওয়া ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে দেশে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম ক্রমাগত বেড়েই চলেছে। এই অবস্থায় হঠাৎ জালানি তেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে নিত্যপণ্যের দাম জনগণের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাবে। সেই সাথে জনগণের দুর্ভোগ অসহনীয় পর্যায়ে চলে যাবে। নেতৃবৃন্দ অবিলম্বে জ্বালানি তেলে ভর্তুকি দিয়ে দাম কমানোর জন্য সরকারের প্রতি আহবান জানান। 

বিবৃতিতে স্বাক্ষর করেন  নাজমুল হক প্রধান, মোস্তফা ফারুক, নুর আহমেদ বকুল, শফি আহমেদ, আখতার সোবহান মাসরুর, বজলুর রশিদ ফিরোজ, সিরাজ্জুমমুনীর, সুজাউদ্দীন জাফর, আমিনুল ইসলাম, মনসুরুল হাই সোহন, মুখলেছউদ্দিন শাহীন, রেজাউল করিম শিল্পি, হারুন মাহমুদ, রাজু আহমেদ, কামাল হোসেন বাদল, বদরুল আলম, জায়েদ ইকবাল খান, সালেহ আহমেদ, ডাঃ সর্দার ফারুক প্রমুখ।

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status