বিনোদন
পরিকল্পনা নেই
স্টাফ রিপোর্টার
৬ আগস্ট ২০২২, শনিবার
ক্যারিয়ার নিয়ে কোনো ভবিষ্যৎ পরিকল্পনা নেই বলে জানালেন চিত্র নায়িকা বর্ষা। সম্প্রতি রাজধানীর ‘দিন দ্য ডে’ সিনেমার একটি অনুষ্ঠানে এ কথা বলেন। নায়িকার ভাষ্যে, সবসময়ই বলি অভিনয় নিয়ে কোনো ভবিষ্যৎ পরিকল্পনা নেই। চার-পাঁচ বছর পর কী করবো বা আমার অবস্থান কোথায় হবে এটা নিয়ে ভাবতে চাই না। শখে অভিনয়ে এসেছি। ভালো লাগবে না যখন ছেড়ে দেবো। আমাদের অবস্থান আর অন্য আর্টিস্টদের অবস্থান কিন্তু এক না। কারণ আমরা নিজেরা ইনভেস্ট করে নিজেদের প্রোডাকশনে কাজ করি। আমরা ইচ্ছা করলে একসঙ্গে পাঁচটা সিনেমায় ইনভেস্ট করতে পারবো। আর আমরা লাভ-লস হিসাব করে সিনেমা করি না।
বিজ্ঞাপন
পাঠকের মতামত
বর্ষা-দ্য লায়ার।