ঢাকা, ১১ জুলাই ২০২৫, শুক্রবার, ২৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ মহরম ১৪৪৭ হিঃ

বিনোদন

পরিকল্পনা নেই

স্টাফ রিপোর্টার
৬ আগস্ট ২০২২, শনিবার
mzamin

ক্যারিয়ার নিয়ে কোনো ভবিষ্যৎ পরিকল্পনা নেই বলে জানালেন চিত্র নায়িকা বর্ষা। সম্প্রতি রাজধানীর ‘দিন দ্য ডে’ সিনেমার একটি অনুষ্ঠানে এ কথা বলেন। নায়িকার ভাষ্যে, সবসময়ই বলি অভিনয় নিয়ে কোনো ভবিষ্যৎ পরিকল্পনা নেই। চার-পাঁচ বছর পর কী করবো বা আমার অবস্থান কোথায় হবে এটা নিয়ে ভাবতে চাই না। শখে অভিনয়ে এসেছি। ভালো লাগবে না যখন ছেড়ে দেবো। আমাদের অবস্থান আর অন্য আর্টিস্টদের অবস্থান কিন্তু এক না। কারণ আমরা নিজেরা ইনভেস্ট করে  নিজেদের প্রোডাকশনে কাজ করি। আমরা ইচ্ছা করলে একসঙ্গে পাঁচটা সিনেমায় ইনভেস্ট করতে পারবো। আর আমরা লাভ-লস হিসাব করে সিনেমা করি না। আমরা জাস্ট জনগণকে আনন্দ দেয়ার জন্য কাজ করি। যখন ভালো লাগবে না করবো না। কথায় কথায় দিয়েছেন সমালোচনার জবাবও। তিনি বলেন, ছোট হোক, বড় হোক কোনো মানুষকে ছোট করে দেখা উচিত নয়। তবে আমাদের দেশের কোনো কোনো মানুষ অপরকে ছোট করে আনন্দ পায়। ‘দিন দ্য ডে’ নিয়ে এতো আলোচনা হলো, দর্শকস্রোত হলো হলগুলোতে। এগুলোর প্রশংসার ক’জন করলো। আন্তজার্তিক গণমাধ্যমেও সংবাদ প্রকাশ হয়েছে, সেটা কেউ বললো না। এদিকে, সামনেই আরেক সিনেমা মুক্তি পাচ্ছে অনন্ত জলিল-বর্ষা জুটি। সিনেমাটি নিয়ে এই নায়িকা বলেন, ‘দিন দ্য ডে’ মুক্তি পেয়েছে। আমাদের আরেকটা সিনেমা ‘নেত্রী দ্য লিডার’ আসছে। বলতে পারেন এখন থেকেই সেটার প্রচারণা শুরু করে দিয়েছি। সিনেমাটির ৬০ শতাংশ কাজ হয়ে গেছে ইতিমধ্যে। তুরস্কের সঙ্গে যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে এ সিনেমা। ওই দেশের অংশের কাজটা বাকি আছে। গল্পের প্রয়োজনে ওখানে যেতে হবে। আশা করছি, সেপ্টেম্বর অথবা অক্টোবরের মধ্যে শুটিং শেষ হবে। কী চমক থাকছে এই সিনেমায় জানতে চাইলে উত্তরে মজার ছলে বলেন, নেত্রী। মানে আমি হচ্ছি লিডার। এটাই বড় চমক।

বিনোদন থেকে আরও পড়ুন

বিনোদন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status