বিনোদন
সেই ব্যক্তির উচ্ছ্বাস ছুঁয়ে গেছে মিমকে
স্টাফ রিপোর্টার
৬ আগস্ট ২০২২, শনিবারলুঙ্গি পরে স্টার সিনেপ্লেক্সে আসায় টিকিট না পাওয়া সেই ব্যক্তি গত বৃহস্পতিবার রাতে সিনেমা দেখেন স্টার সিনেপ্লেক্সের সনি স্কয়ারে। রাতে সনি স্কয়ারে সামান আলীর সঙ্গে দেখা করতে ছুটে গিয়েছিলেন ‘পরাণ’ সিনেমার অন্যতম দুই অভিনয়শিল্পী বিদ্যা সিনহা মিম ও শরিফুল রাজ। সামান আলীর সঙ্গে দেখা হওয়ার অনুভূতি ব্যক্ত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকটি ছবিসহ একটি পোস্ট দিয়েছেন মিম। মিম। লেখেন, সামান আলী সরকার চাচার সঙ্গে দেখা হলো। সাদাসিধে একজন মানুষ, ভালো মনের মানুষ। পরাণ নিয়ে চাচার উচ্ছ্বাস আমাকে ছুঁয়ে গেছে।