ঢাকা, ২৫ এপ্রিল ২০২৫, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ২৫ শাওয়াল ১৪৪৬ হিঃ

বিনোদন

আওয়ামী দোসরকে এফডিসির এমডি করার অভিযোগ নায়ক উজ্জ্বলের, নিন্দা ও প্রতিবাদ

স্টাফ রিপোর্টার

(২ মাস আগে) ২০ ফেব্রুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, ২:০৬ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০০ পূর্বাহ্ন

mzamin

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন মিজ মাসুমা রহমান তানি। তিনি সাবেক এমডি ফারাহ শাম্মীর স্থলাভিষিক্ত হচ্ছেন। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়। এবার যুবলীগের অর্থায়নে শেখ মুজিবকে নিয়ে নির্মিত সিনেমার পরিচালক মাসুমা রহমান তানি কে বিএফডিসি এর ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ দেয়ায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ঢাকাই সিনেমার বরেণ্য নায়ক, পরিচালক, প্রযোজক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল। তিনি এক ফেসবুক পোস্টে আজ দুপুরে বলেন, গতকাল ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখ সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে মাসুমা রহমান তানি কে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) এর ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ দেয়া হয়েছে।  তানি আওয়ামী লীগের দোসর হিসেবে ২০১৪ সালে শেখ মুজিবুর রহমানকে নিয়ে ‘চল যাই’ নামে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ শুরু করে। তার এই চলচ্চিত্র নির্মাণের মধ্য দিয়ে সুস্থধারার চলচ্চিত্র নির্মাণ ও সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনায় বাঁধা পড়ে। 

আওয়ামী সাংস্কৃতিক বন্দনা শুরু হয়। আওয়ামী কালচারাল হেজিমনি প্রভাব বিস্তার করে। যার প্রেক্ষিতে, ২০১৪ সালে বিনা ভোটের আওয়ামী স্বৈরাচার সরকার বাংলাদেশের জনগনের অধিকার কেড়ে নিয়ে ফ্যাসিবাদ কায়েম করে। তিনি আরও বলেন, ২০১৬ সালে যখন গণতন্ত্র উদ্ধারের জন্য বিএনপি চেয়াপার্সন ৩ বারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়া গণতন্ত্র উদ্ধারের চেষ্টা করে যাচ্ছিলেন, তখন এই মাসুমা রহমান তানি এবং তার যুবলীগের টিম জাতিকে সাংস্কৃতিক আগ্রাসন দিয়ে ২০১৮ এর রাতের অন্ধকারে ভোটের আয়োজন করে জনগনের ভোটের অধিকার কেড়ে নিতে সহযোগিতা করতে ‘চল যাই’ সিনেমার শুটিং এর সংবাদ প্রচার করে জনগনকে বিভ্রান্ত করে। ২০২০ সালে শেখ মুজিবের নামে বছর ব্যাপী যে আওয়ামী সাংস্কৃতিক আগ্রাসন হয়েছে, তারই অংশ হিসেবে মাসুমা রহমান তানির সিনেমা মুক্তি পেয়েছে, এই সিনেমার মাধ্যমে আওয়ামী লীগের অর্থ ও সুবিধা নিয়েছে তারা। যুবলীগের খালেদ মাহমুদ তুর্য্য ও মাসুমা রহমান তানি যুগল গত জুলাই বিপ্লবের সরাসরি বিরোধীতা করে একাধিক ফেসবুক পোষ্ট দিয়েছে বলে অভিযোগ আছে। 

৫ আগস্টে সে সব পোষ্ট ডিলিট করলেও ১৭ জুলাইয়ের একটি পোষ্ট (৫ আগস্ট এডিট করা)সম্প্রতি ভাইরাল হয়েছে। আওয়ামী ফ্যাসিবাদের এই সাংস্কৃতিক দোসরকে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন এর ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ দেয়ায় সুস্থধারার চলচ্চিত্র নির্মানে চলচ্চিত্র শিল্প বাধাগ্রস্ত হবে। আওয়ামী ফ্যাসিবাদের দোসররা আবার মাথা চাড়া দিবে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের দাবি, অধিকতর যোগ্যতা সম্পন্ন, বিতর্কমুক্ত, যোগ্য চলচ্চিত্র ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন এর ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ দিয়ে চলচ্চিত্র শিল্প কে এগিয়ে নেয়ার ব্যবস্থা করবেন। মাসুমা রহমান তানির এই নিয়োগ অবিলম্বে বাতিল করতে হবে। বাতিল না করা হলে, জাতীয়তাবাদের আদর্শের চলচ্চিত্র ও সাংস্কৃতিক কর্মীরা দেশের সাধারন জনগনকে সাথে নিয়ে বিএফডিসি ঘেরাও কর্মসূচী দিতে বাধ্য হবে। এর সকল দায়, দায়িত্ব অন্তর্বর্তীকালীন সরকারকে বহন করতে হবে।

পাঠকের মতামত

Kaji Anam, you are right

Mofiz
৯ মার্চ ২০২৫, রবিবার, ৮:৩৩ পূর্বাহ্ন

বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের বেশি ভাগ উপদেষ্টা রাজনৈতিক সচেতন নয় যেকারণে যাচাই-বাছাই না করে ভারতে পালিয়ে যাওয়া স্বৈরাচারের দোসরদের হুট করে নিয়োগ দিয়ে দেয় যদিও পরে আন্দোলনের মুখে তাদের সিদ্ধান্ত পরিবর্তন করতে বাধ্য হয়।

Shahid Uddin
২০ ফেব্রুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, ৮:২৮ অপরাহ্ন

আওয়ামী সংস্কৃতি থেকে বের হতে হবে।

Abdus Salam
২০ ফেব্রুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, ৮:০৫ অপরাহ্ন

ফারুকীর নির্দেশনায় আসিফ নজরুল এই নিয়োগে বৈধতা দিয়েছেন। এই আসিফ ফারুকীরা জাতিকে কোন পথে নিয়ে যাচ্ছে?

কাজী এনাম
২০ ফেব্রুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, ৭:৩০ অপরাহ্ন

আমার‌ ধারনা এটা মোস্তফা সরয়ার ফারুকীর পছন্দে করা হয়েছে।‌

Andalib
২০ ফেব্রুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, ৩:৪২ অপরাহ্ন

ছিঃছিঃ ছিরে ছিরে ছিঃ দালালকে চিনলি, নষ্টালজি চিনলি , বিপ্লবি চিনলি না। ছিঃছিঃছিঃরে ননি ছিঃ।

kajol
২০ ফেব্রুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, ৩:০২ অপরাহ্ন

বিনোদন থেকে আরও পড়ুন

বিনোদন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status