খেলা
চ্যাম্পিয়নস ট্রফি
পাকিস্তানকে হারিয়ে নিউজিল্যান্ডের শুভ সূচনা
স্পোর্টস ডেস্ক
(১ মাস আগে) ১৯ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার, ১০:৫৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৬:৪৬ অপরাহ্ন

উইল ইয়াং ও টম ল্যাথামের জোড়া সেঞ্চুরিতে ৩০০ ছাড়ানো সংগ্রহ পায় নিউজিল্যান্ড। সেটা তাড়া করতে নেমে অতিরিক্ত ধীরগতির ব্যাটিংয়ে শুরুতেই চাপে পড়ে পাকিস্তান। শেষ পর্যন্ত সেই চাপ আর কাটিয়ে উঠতে পারেনি তারা। দারুণ এক জয়ে শুভ সূচনা করলো কিউইরা।
চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী ম্যাচে আজ করাচিতে পাকিস্তানকে ৬০ রানে হারিয়েছে নিউজিল্যান্ড। টস হেরে আগে ব্যাটিং করতে নেমে ৩২০ রান করে কিউইরা। ইয়াং ১০৭ ও ল্যাথাম করেন ১১৮ রান। এছাড়া ফিলিপসের ব্যাট থেকে আসে ৬১ রান। পাকিস্তানের হয়ে ২টি করে উইকেট নেন নাসিম শাহ ও হারিস রউফ।
রান তাড়ায় ২৬০ রানে থামে পাকিস্তান। সর্বোচ্চ ৪৯ বলে ৬৯ রান করেন খুশদিল শাহ। এর আগে ৬৪ রান করতে ৯৪ বল খেলেন বাবর আজম। নিউজিল্যান্ডের হয়ে উইল ও'রুকি নেন ৩ উইকেট। আর ম্যাট হেনরির শিকার ২ উইকেট।
পাঠকের মতামত
পাকিস্তান হারলে সব সময়েই অনেক বেশি ভাল লাগে।