খেলা
আজ শুরু হচ্ছে বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফির মিশন
এম মাহীউজ্জামান শাওন
২০ ফেব্রুয়ারি ২০২৫, বৃহস্পতিবার
২০১৭ সালের ১৫ই জুন। ইংল্যান্ডের বার্মিংহামে সর্বশেষ চ্যাম্পিয়নস ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে ভারতের কাছে ৯ উইকেটের হারে বিদায় নেয় বাংলাদেশ। প্রায় ৮ বছর পর সেই রোহিত শর্মা-বিরাট কোহলির দলের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে টাইগারদের নবম আসরের যাত্রা। দীর্ঘ ২৯ বছর পর পাকিস্তানে আইসিসি’র (ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল) কোনো ইভেন্ট শুরু হলেও নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজরা তাদের প্রথম ম্যাচটি খেলবে দুবাইয়ে। বাংলাদেশ সময় আজ বিকাল ৩টায় দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ-ভারত।
দিনের হিসাবে ৭০ দিন পর কোনো আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ খেলতে নামছে নাজমুল হোসেন শান্তর দল। শেষ ওয়ানডে ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৪ উইকেটের হার দেখে বাংলাদেশ। গতকাল পর্দা উঠেছে চ্যাম্পিয়নস ট্রফির নবম আসরের। প্রথম ম্যাচে করাচির মাঠে নিউজিল্যান্ডের মুখোমুখি হয় স্বাগতিকরা। অধিনায়ক শান্ত এবং সহ-অধিনায়ক মেহেদী হাসান মিরাজসহ সাত ব্যাটার, চার স্পিনার ও চার পেসার নিয়ে চ্যাম্পিয়নস ট্রফির স্কোয়াড গঠন করেছে বাংলাদেশ। দেশ ছাড়ার আগে শান্ত ঘোষণা দেন চলতি আসরে ‘চ্যাম্পিয়ন’ হওয়ার। যদিও পাঁচবার চ্যাম্পিয়নস ট্রফিতে খেলা বাংলাদেশের পরিসংখ্যান বলে ভিন্ন কথা। তরুণদের নিয়ে গড়া বাংলাদেশের স্কোয়াডের ছয়জন- মেহেদী হাসান মিরাজ, সৌম্য সরকার, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, তাসকিন আহমেদ এবং মোস্তাফিজুর রহমান খেলেছেন সর্বশেষ চ্যাম্পিয়নস ট্রফিতেও।
বাংলাদেশের হয়ে চ্যাম্পিয়নস ট্রফিতে সবচেয়ে বেশি রান অবশ্য তামিম ইকবাল খানের। ২০১৭ সালের আসরে ২৯৩ রান করেন এ বাঁহাতি ব্যাটার। তামিমের সে আসরে ছিল একটি সেঞ্চুরি ও দুটি হাফসেঞ্চুরি। গড় ৭৩.২৫ ও স্ট্রাইক রেট ৮৬.১৭। এ টুর্নামেন্টে বাংলাদেশের শীর্ষ উইকেট শিকারি স্পিনার মোহাম্মদ রফিক। ৮ ম্যাচে বাঁহাতি স্পিনারের শিকার ৬ উইকেট। বর্তমান স্কোয়াডে থাকা ক্রিকেটারদের মধ্যে মুশফিকুর রহীমের ৪ ম্যাচে সংগ্রহ ১৬৩ রান, সর্বোচ্চ ৭৯। মাহমুদউল্লাহ রিয়াদ ৪ ম্যাচ খেলে রান করেন ১৩৭। গত আসরে নিউজিল্যান্ডের বিপক্ষে তার সেরা অপরাজিত ১০২ রানের ইনিংস। সে ম্যাচে সাকিব আল হাসানকে নিয়ে গড়েন ২২৪ রানের জুটি। কার্ডিফের মাঠে কিউইদের বিপক্ষে জিতে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে ওঠে টাইগার্স বাহিনী। গত আসরে বোলিংয়ে পেসার মোস্তাফিজুর রহমানের ১ এবং তাসকিনের ছিল ২ উইকেট। ২০১৭ সালে সৌম্য ব্যাট হাতে করেন মত্র ৩৪ রান। বর্তমান অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে ৪ নম্বর পজিশনে থাকা মেহেদী মিরাজ গত আসরে ১ ম্যাচ খেলতে নেমে করেন ১৪ রান।
তারুণ্য নির্ভর দলে বাংলাদেশের শক্তিমত্তার জায়গা পেসার নাহিদ রানা এবং লেগ স্পিনার রিশাদ হোসেন। সর্বশেষ বিপিএলে (বাংলাদেশ প্রিমিয়ার লীগ) দারুণ নৈপুণ্য দেখিয়েছেন ব্যাটার তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, জাকের আলী অনিক। বুধবার প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশের পেস ইউনিট নিয়ে আশা ব্যক্ত করেন বাংলাদেশের অধিনায়ক শান্ত। তিনি বলেন, ‘আমরা সবসময় গতির সাথে লড়াই করেছি কিন্তু গত কয়েক বছরে আমরা বেশ কয়েকজন ফাস্ট বোলার পেয়েছি। আমরা নাহিদ রানা এবং তাসকিনকে (আহমেদ) পেয়েছি। তারা যেভাবে বোলিং করছে, আমি মনে করি এটি দলকে সাহায্য করবে।’ নাহিদ রানাকে নিয়ে টাইগার অধিনায়ক বলেন, ‘গত কয়েকটা ম্যাচে সে ভালো বোলিং করেছে। অনেক জোরে বল করেছে। সে যদি এভাবেই বোলিং করে, সেটা আমাদের পুরো বোলিং বিভাগকেই সাহায্য করবে। প্রতিপক্ষকে চ্যালেঞ্জে ফেলতে পারবে, এ রকমই বোলিং চাই।’ নাহিদ রানার মতো বিপিএলের শেষ আসর থেকে নজরে ছিলেন স্পিনার রিশাদ হোসেন, ব্যাটার তৌহিদ হৃদয়, পেসার তানজিম হাসান সাকিবরা। বিপিএলের শেষ ৯ ম্যাচে তানজিম সাকিব নেন ১৬ উইকেট। পাকিস্তান শাহিনসের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও ১ উইকেট নেন ২২ বছর বয়সী এ পেসার।
চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশ দলকে নিয়ে আশাবাদী বিসিবি সভাপতি ফারুক আহমেদও। মঙ্গলবার শান্তদের স্বাভাবিক খেলাটি উপভোগ করার বার্তা দেন ফারুক। তিনি বলেন, ‘যাওয়ার আগে শুধু একটা কথা বলেছি যে, তোমরা ছোটবেলায় যেভাবে ক্রিকেট খেলতে, সিরিয়াসনেস অবশ্যই থাকবে। তবে খেলাটাকে এনজয় করতে হবে। তাহলে ফল অন্যরকম হবে। আমি বিশ্বাস করি, ভালো খেলাটা জরুরি। এই টুর্নামেন্ট থেকে ভালো কিছুই আশা করছি।’