বিনোদন
‘ভুল ধরিয়ে দিলে চেষ্টা করবো আরও ভালো করার’
স্টাফ রিপোর্টার
২০ ফেব্রুয়ারি ২০২৫, বৃহস্পতিবার
ভালোবাসা দিবস উপলক্ষে গত ১৪ই ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পায় রাজ রিপা অভিনীত সিনেমা ‘ময়না’। সিনেমাটি নির্মাণ করেছেন মঞ্জুরুল ইসলাম মেঘ। মঙ্গলবার রাজধানীর বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে এর প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। এ সময় দর্শক সারিতে বসে সিনেমাটি উপভোগ করেছেন চিত্রনায়িকা রাজ রিপা। সিনেমা দেখে নিজের প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেন, আজ রাজ রিপা হয়ে হলে আসিনি। ময়না হয়ে সবার মাঝে বসে সিনেমা দেখেছি। দর্শকরাও খুব উপভোগ করেছেন। পর্দায় আমি যেখানে হেসেছি, তারাও সেখানে হেসেছে। এমনকি আমি অভিনয়ে যে গেম খেলেছিলাম, সেটা আজ দর্শকদের দেখে মনে হলো অনেকখানি সফল হতে পেরেছি। কারণ তারা খুবই প্রশংসা করেছেন। অনেকেই বলেছেন, আমরা ইন্ডাস্ট্রিতে আরও একজন ভালো অভিনেত্রী পেলাম। নিজের অভিনয়ে কোনো ঘাটতি চোখে পড়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, বড় পর্দার জন্য এটা আমার দ্বিতীয় ছবি। নতুন হিসেবে আমার মনে হয়েছে, মানুষের শিক্ষার শেষ নেই। আমি যদি আজকে ভালো অভিনয় করতে না পারি, তাহলে ভবিষ্যতে আরও ভালো অভিনয়ের চেষ্টা করবো। দর্শকরা আমার ভুল ধরিয়ে দিলে সর্বোচ্চ চেষ্টা করবো আরও ভালো করার। ‘ময়না’ সিনেমার বার্তার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ছবিতে যে ঘটনা তুলে ধরা হয়েছে তা দেশের ৭০/৮০ ভাগ নারীর জীবনে ঘটে যাচ্ছে। বলতে গেলে আমরা যৌবনের বয়সটায় নিজেদের নিয়ন্ত্রণ করতে পারি না। এমনকি বিয়ের আগে শারীরিক সম্পর্কে জড়িয়ে নিজেদের সম্মানহানি করি, বাবা-মা’র বিশ্বাস নষ্ট করি। কিন্তু একটা সময় ঠিকই ভুল বুঝতে পারি। ‘ময়না’-সিনেমার গল্পটা বাস্তবিক ঘটনা।