ঢাকা, ১৫ মার্চ ২০২৫, শনিবার, ৩০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ রমজান ১৪৪৬ হিঃ

অনলাইন

বাইডেন জমানার অ্যাটর্নিদের অবিলম্বে সরানোর নির্দেশ দিলেন ট্রাম্প

মানবজমিন ডিজিটাল

(৩ সপ্তাহ আগে) ১৯ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার, ১১:৩৩ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০১ পূর্বাহ্ন

mzamin

জো বাইডেনের আমলের যে সব অ্যাটর্নি এখনও পদে রয়েছেন তাদের অবিলম্বে সরানোর নির্দেশ দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।বিচার বিভাগকে একেবারে পরিচ্ছন্ন রাখার নির্দেশ দিয়েছেন ট্রাম্প। বাইডেন জমানার অ্যাটর্নিদের কাজ শেষ করার নির্দেশও দিয়েছেন তিনি। মঙ্গলবার এক্স হ্যান্ডলে পোস্ট করে ট্রাম্প লিখেছেন,বাইডেনের আমলে বিচার বিভাগের যে ধরনের রাজনীতিকরণ হয়েছে, তা আগে কখনও হয়নি। ট্রাম্পের কথায়, ‘‘আমাদের হাউস পরিষ্কার করতে হবে।  আত্মবিশ্বাস পুনরুদ্ধার করতে হবে।  আমেরিকার স্বর্ণযুগের জন্য একটি ন্যায্য বিচার ব্যবস্থা থাকবে— যার কাজ আজ থেকেই শুরু হবে।’’ 

বিচার বিভাগ তাৎক্ষণিকভাবে এ বিষয়ে প্রতিক্রিয়া জানায়নি। গত সপ্তাহে, হোয়াইট হাউস দেশজুড়ে বেশ কয়েকজন মার্কিন আইনজীবীকে চাকরি ছাড়ার নোটিশ পাঠিয়েছে, যাদের ডেমোক্র্যাটিক সাবেক প্রেসিডেন্ট  জো বাইডেন  নিযুক্ত করেছিলেন। মঙ্গলবার বিচার বিভাগ মেইন, অ্যারিজোনা, টেক্সাস, দক্ষিণ ক্যারোলিনা এবং মন্টানার মার্কিন আইনজীবীদের পদত্যাগের ঘোষণা দিয়েছে। বাইডেনের নিযুক্ত বেশ কয়েকজন মার্কিন আইনজীবী  নিজেরাই পদত্যাগের ঘোষণা দিয়েছেন। অন্যরা গত সপ্তাহে সরকার ছেড়েছেন। বিচার বিভাগের বর্তমান এবং সাবেক আইনজীবীরা বলছেন -' নতুন প্রেসিডেন্ট আসার পর প্রশাসনিক পরিবর্তন হয়।  এই সময়কালে মার্কিন আইনজীবীদের পদত্যাগ করার রীতি থাকলেও, সাধারণত নতুন প্রশাসন তাদের পদত্যাগপত্র দাবি করে। সংক্ষিপ্ত শব্দে  বরখাস্তের চিঠি লিখে তাদের কাছে পাঠিয়ে দেয় না। 'গত মাসে ট্রাম্পের দায়িত্ব নেয়ার পর থেকে বিচার বিভাগে নেয়া সর্বশেষ পদক্ষেপ হলো মার্কিন আইনজীবীদের বরখাস্ত করা, যারা এখন তাদের জেলাগুলিতে শীর্ষ ফেডারেল আইন প্রয়োগকারী কর্মকর্তা হিসেবে কাজ করেন। ক্যারিয়ার জাস্টিস ডিপার্টমেন্টের কর্মকর্তারা সাধারণত এক প্রশাসন থেকে অন্য প্রশাসনে স্থায়ী হন। তবুও ট্রাম্পের দায়িত্ব নেয়ার পর থেকে ওয়াশিংটন এবং নিউইয়র্কসহ কয়েক ডজন শহরের আইনজীবীদের বরখাস্ত করা হয়েছে অথবা পদত্যাগ করানো হয়েছে। ট্রাম্প নির্বাচনী প্রচারণায় বলেছিলেন বিচার বিভাগকে অস্ত্র হিসেবে ব্যবহার করার অনুশীলন তিনি বন্ধ করবেন। ট্রাম্পের অভিযোগ, ক্ষমতার বাইরে থাকাকালীন তার বিরুদ্ধেও বিচার বিভাগকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছিল।
সূত্র : ইউএসএ টুডে

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status