বিনোদন
অপেক্ষায় সাবিলা
স্টাফ রিপোর্টার
১৯ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। মডেলিংয়ের মাধ্যমে শোবিজে পা রাখেন তিনি। এক দশকের বেশি সময়ের ক্যারিয়ারে বিভিন্ন নাটক, টেলিফিল্ম এবং ওয়েব সিরিজে কাজ করলেও কখনো সিনেমাতে দেখা যায়নি তাকে। কেন সিনেমায় অভিনয় করেন না? এমন প্রশ্নে অভিনেত্রী জানান, সিনেমার জন্য মানসিক প্রস্তুতিটা
সবার আগে প্রয়োজন। তিনি বলেন, দর্শকরা আমাকে বড় পর্দায় দেখার আগ্রহ প্রকাশ করেন, এটা আমার জন্য অনেক বড় ব্যাপার। আমি নিজে নিজে প্রস্তুত হচ্ছি। তাছাড়া ভালো গল্প, চরিত্র এবং পরিচালকের জন্য অপেক্ষা করেছি এতদিন। আশা করছি, খুব শিগগিরই সিনেমায় দেখতে পাবেন আমাকে। তিনি আরও বলেন, আমি চাই দর্শকরা সিনেমায় আমাকে নতুনভাবে দেখবেন। যে সাবিলাকে দর্শক ছোট পর্দায় দেখে অভ্যস্ত, বড় পর্দায় যেন অন্য সাবিলা হয়ে হাজির হতে পারি। প্রথমে এমন সিনেমা করবো যেটা ব্লকবাস্টার
হবে। বর্তমান ব্যস্ততা এবং সামনে ভালোবাসা দিবসের প্রস্তুতি নিয়ে অভিনেত্রী জানান, এই ভ্যালেন্টাইনে তেমন কোনো নাটক ছিল না তার। নিজেকে রিফ্রেশ করতে কিছুদিন শুটিং থেকে বিরতি নিয়েছিলেন। তবে আগামী ঈদের জন্য বেশ কিছু নতুন নতুন গল্পের শুটিং করা রয়েছে। সেগুলো রিলিজ পাবে। একইসঙ্গে ওটিটি’র জন্য গল্প পছন্দ রয়েছে, সেগুলোর শুটিং শুরু হবে।