বিনোদন
মুক্তি পাচ্ছে মৌ খানের ‘বান্ধব’
স্টাফ রিপোর্টার
১৯ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার
এরইমধ্যে বেশ কিছু ছবির মাধ্যমে সম্ভাবনার জানান দিয়েছেন চলতি প্রজন্মের চিত্রনায়িকা মৌ খান। এবার তার অভিনীত প্রথম সিনেমা নিয়ে হাজির হচ্ছেন এ নায়িকা। নাম ‘বান্ধব’। ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে সুজন বড়ুয়া পরিচালিত এ ছবি। এতে মৌ খানের নায়ক সুমিত সেনগুপ্ত। ময়লা আবর্জনায় ভরা ডাস্টবিন থেকে কুড়িয়ে পাওয়া একটি জন্ম পরিচয়হীন শিশুর জীবন গল্প উঠে এসেছে ‘বান্ধব’-এ। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মৌ। এ নায়িকা জানান, এটি ছিল তার অভিনীত প্রথম সিনেমা। তবে এ ছবি মুক্তির আগেই মৌ’র অন্য ছবিগুলো মুক্তি পায়। এ নায়িকা বলেন, এটি আমার প্রথম ছবি হলেও অন্য ছবিগুলো আগে মুক্তি পেয়েছে। তবে এখন ছবিটি করলে হয়তো আরও ভালো করতে পারতাম। যোগ করে তিনি বলেন, আমাকে দর্শক কমার্শিয়াল ছবিতে দেখে অভ্যস্ত। গ্ল্যামার লুকেই সব সময় দেখেছে। তবে এ ছবিতে এবার আমাকে একেবারেই আলাদা লুকে দেখা যাবে। এই প্রথম ভিন্ন রকম চরিত্রে কাজ করেছি। পুরো জার্নিটাই ছিল চ্যালেঞ্জিং। এ সিনেমায় আমি নিজেকে নতুন করে আবিষ্কার করেছি। নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি। বাকিটা দর্শক সিনেমা মুক্তির পর বলবে। ‘বান্ধব’-এ আরও অভিনয় করেছেন- গাজী রাকায়েত, রেবেকা রউফ, জয় রাজ, প্রয়াত সিরাজ হায়দার, আসমা, হাবিব খান, আন্না, শায়লা, উর্মি, আরফান প্রমুখ।