বিনোদন
আহসান মঞ্জিলে ‘সুফি ফেস্ট’
স্টাফ রিপোর্টার
১৯ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার
আগামী ২০শে ফেব্রুয়ারি আহসান মঞ্জিলে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘সুফি ফেস্ট’। অনুষ্ঠানের আয়োজক শেখ ফাহিম ফয়সাল জানান, দিনব্যাপী আয়োজিত এই অনুষ্ঠানে অতিথি হিসেবে অন্তর্বর্তী সরকারের বেশ কয়েকজন উপদেষ্টা, গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, রাজনৈতিক ব্যক্তিত্ব উপস্থিত থাকবেন। এতে পুঁথিপাঠ, লোকসংগীত, কাওয়ালি, সুফি রাক্সসহ নানা আয়োজন থাকবে। শাহবাজ ফাউন্ডেশনের আয়োজনে দিনব্যাপী আর্ট, মেডিটেশন সেশন ও বিভিন্ন স্টল থাকবে। দেশ-বিদেশের বিশিষ্ট ব্যক্তিরা এতে অংশ নেবেন।