বিনোদন
জিন্নাহ খানের ‘রাখো হাতটি ধরে’
স্টাফ রিপোর্টার
১৯ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার
ভালোবাসা দিবসে নতুন গান নিয়ে হাজির হয়েছেন সংগীতশিল্পী জিন্নাহ খান। গানের শিরোনাম ‘রাখো হাতটি ধরে’। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন রেজোয়ান শেখ। জেড মিউজিক আর্ট ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে গানটি। জিন্নাহ খান বলেন, অনেক সময় নিয়ে গানটি করেছি। অবশেষে গানটি ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশ করেছি। আশা করছি, ভালো লাগবে শ্রোতা-দর্শকদের।