ঢাকা, ২৬ মার্চ ২০২৫, বুধবার, ১২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ২৫ রমজান ১৪৪৬ হিঃ

বিশ্বজমিন

বলিভিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, নিহত ৩০

মানবজমিন ডেস্ক

(১ মাস আগে) ১৮ ফেব্রুয়ারি ২০২৫, মঙ্গলবার, ১:০৩ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৭:০০ অপরাহ্ন

mzamin

মূল সড়ক থেকে ছিটকে ৮০০ মিটার এক গভীর খাদে পড়ে যাত্রীবাহী একটি বাসের অন্তত ৩০ জন যাত্রী নিহত হয়েছেন। সোমবার মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে বলিভিয়ার দক্ষিণাঞ্চলে। এতে আহত হয়েছেন আরও ১৫ যাত্রী। পুলিশ ও স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। এতে বলা হয়, দেশটির ইয়োকাল্লা শহরের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায় ওই বাস। নিহতদের মরদেহ উদ্ধার করে ইতিমধ্যেই মর্গে পাঠানো পাঠিয়েছে পুলিশ।

স্থানীয় নিউজ আউটলেট ইউনিটেল জানিয়েছে, পোতোসি এবং ওরুরো শহরের মাঝে দ্বিমুখী একটি সংকীর্ণ সড়কে দুর্ঘটনা ঘটলে বাসটি পাশে থাকা গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনায় তিন শিশুসহ ১৫ জন আহত হয়েছেন। আহতদের নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তবে বাসটিতে কতজন যাত্রী ছিল তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ কর্মকর্তা বেনাভাইদেস জানিয়েছেন, সংকীর্ণ সড়কে দ্রুত গতিতে গাড়ি চালানোর সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এই দুর্ঘটনা ঘটে।
দক্ষিণ আমেরিকার এই দেশটিতে চলতি বছর এটাই সবচেয়ে মারাত্মক সড়ক দুর্ঘটনা। সরকারি তথ্য অনুযায়ী, ১ কোটি ২০ লাখ লোকের আবাসস্থল দেশটিতে প্রতি বছর ১ হাজার ৪০০ মানুষ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারায়।
 

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status