বিশ্বজমিন
পার্লামেন্টে মিথ্যা বলায় সিঙ্গাপুরে এমপিকে জরিমানা
মানবজমিন ডেস্ক
(১ মাস আগে) ১৭ ফেব্রুয়ারি ২০২৫, সোমবার, ৪:২৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০১ পূর্বাহ্ন

পার্লামেন্টে মিথ্যা বলার কারণে সিঙ্গাপুরে বিরোধী দলীয় নেতা প্রিতম সিং’কে (৪৮) জরিমানা করা হয়েছে। তবে আসন্ন জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় নিষেধাজ্ঞা তিনি কোনোমতে এড়াতে সক্ষম হয়েছেন। অভিযোগ আছে, সোমবার পার্লামেন্টে দলীয় একজন এমপির বক্তব্যকে ধামাচাপা দিতে তিনি মিথ্যা সাক্ষ্য দিয়েছেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি।
এতে বলা হয়, প্রিতম সিং সিঙ্গাপুরের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক। তিনি মিথ্যা বলার অভিযোগে পার্লামেন্টে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। তাতে দেখা গেছে তিনি দুই দফা মিথ্যা সাক্ষ্য দিয়েছেন। কয়েক মাসের মধ্যে সেখানে জাতীয় নির্বাচন। বর্তমানে সেখানে ক্ষমতাসীন পিপলস অ্যাকশন পার্টি (পিএপি)। তাদের ব্যাপক আধিপত্য রয়েছে। এই দলকে চ্যালেঞ্জ জানানোর জন্য যখন রাজনৈতিক বিরোধীরা জোর তৎপরতা চালাচ্ছেন, ঠিক তখনই দক্ষিণপূর্ব এশিয়ার এই দেশটিতে বিরোধী দল এভাবে হোঁচট খেলো।
উল্লেখ্য, সম্পদে ভরপুর সিঙ্গাপুরকে পিএপি শাসন করছে সেই ১৯৫৯ সাল থেকে।
প্রিম সিং তদন্ত কমিটিকে যা বলেছেন ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক লুক তান বলেছেন তার বিপরীত। বলেছেন, চতুর এমপি রাইসা খানকে পার্লামেন্টে মিথ্যা কথা বলার বিষয়ে স্বীকার করতে যথেষ্ট করেননি। বিচারক আরও বলেন, এক মিটিংয়ে প্রিতম সিংকে মিথ্যা সাক্ষ্য দিতে বলা হয়েছিল। তিনি সেই সাক্ষ্য দেয়ার পর এই দুই এমপিকে প্রতিজনকে ৫২০০ ডলার করে জরিমানা করেছে।