বিশ্বজমিন
নাইজেরিয়ায় ডাকাত দল পাকড়াও করতে যেয়ে বেসামরিকদের ওপর বোমা, নিহত ৬
মানবজমিন ডেস্ক
(১ মাস আগে) ১৭ ফেব্রুয়ারি ২০২৫, সোমবার, ৩:৪০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০১ পূর্বাহ্ন

সন্ত্রাসীদের তাড়া করতে যেয়ে ভুলবশত বেসামরিকদের ওপর বোমা ফেলেছে নাইজেরিয়ার সেনাবাহিনী। এতে কমপক্ষে ছয়জন নিহত হয়েছেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। এতে বলা হয়, নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় কাটসিনা রাজ্যে ঘটেছে এই ঘটনা। প্রত্যক্ষদর্শী তিন বাসিন্দা জানিয়েছেন, সাফানা জেলার জাক্কা গ্রামের উপকণ্ঠে কয়েকটি কুঁড়েঘরে একটি বোমা ফেলেছে সেনাবাহিনীর সদস্যরা। মূলত ওই বোমার আঘাতেই ছয় বেসামরিকের মৃত্যু হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা আরও জানান, গ্রামে পুলিশের একটি ঘাঁটিতে হামলা চালায় কয়েকজন ডাকাত। যাতে দুই পুলিশ সদস্য এবং তাদের একজন পাহারাদার নিহত হন। পুলিশদের ওপর হামলা চালানো ওই ডাকাত সদস্যদের পাকড়াও করতে জেট নিয়ে তাদের ধাওয়া করা হয়। তবে তাদের লক্ষ্যবস্তু করতে যেয়ে ওই বোমা আঘাত হানে কুঁড়েঘরে। এতে একই পরিবারের ছয় সদস্য নিহত হন।
রোববার এক বিবৃতিতে এই ঘটনার ‘নিরপেক্ষ, স্বচ্ছ এবং তাৎক্ষণিক তদন্ত’ করার আহ্বান জানিয়েছে অ্যামেনেস্টি ইন্টারন্যাশনাল। তারা বলেছে মৃতের সংখ্যা ১০ জন। এ ব্যাপারে এএফপির অনুরোধে কোনো সাড়া দেয়নি সেনাবাহিনী।
নাইজেরিয়ার সশস্ত্র বাহিনী বহু বছর ধরে অপরাধী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াই করে আসছে। স্থানীয়ভাবে তাদেরকে ডাকাতদল বলা হয়। এই গোষ্ঠীগুলো উত্তর-পশ্চিম এবং মধ্য নাইজেরিয়ার জনপদগুলোকে আতঙ্কিত করে সেখানকার গ্রামগুলোতে হামলা চালায়। তারা মুক্তিপণের জন্য বাসিন্দাদের হত্যা বা অপহরণ করে এবং লুটপাটের পর বাড়িঘর পুড়িয়ে দেয়।
জানুয়ারিতে, উত্তর-পশ্চিমাঞ্চলে একটি সামরিক বিমান আক্রমণে কমপক্ষে ১৬ জন নিহত হয়েছে। জামফারা রাজ্যে সেনাবাহিনীর একটি বিমান আক্রমণের পর জুরমি জেলায় স্থানীয় গোয়েন্দাদের সক্রিয় অপরাধী দল ভেবে আক্রমণ চালানো হয়।