বিশ্বজমিন
যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলে ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় ৯ জনের মৃত্যু
মানবজমিন ডেস্ক
(১ মাস আগে) ১৭ ফেব্রুয়ারি ২০২৫, সোমবার, ২:১২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০০ পূর্বাহ্ন

ভারী বর্ষণে ভেসে গেছে যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু এলাকা। প্লাবিত হয়েছে রাস্তা-ঘাট। এতে এ পর্যন্ত নয়জনের মৃত্যু হয়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে স্থবির বাসিন্দাদের জীবন। রোববার এক সংবাদ সম্মেলনে কেন্টাকির গভর্নর জানিয়েছেন, তার রাজ্যেই আটজনের মৃত্যু হয়েছে। এ সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন তিনি। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।
এতে বলা হয়, আকস্মিক বন্যায় আটকা পড়েছে শত শত মানুষ। যাদের অনেকেই তাদের নিজ বাড়িতে আটকা রয়েছেন। এখনও আটক এসব বাসিন্দাদের উদ্ধারে তৎপরতা অব্যাহত রাখা হয়েছে। সতর্কতা জারি করে বাসিন্দাদের আপাতত নিজ নিজ বাড়িতেই অবস্থান করার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।
যুক্তরাষ্ট্রের বিদ্যুৎ বিভাগের তথ্য অনুযায়ী, আটটি রাজ্যের মধ্যে রোববার রাতে পাঁচ লাখের বেশি পরিবার বিদ্যুৎহীন হয়ে পড়েছে। বন্যায় বেশির ভাগ মৃত্যুর ঘটনা ঘটেছে কেন্টাকিতে। রাজ্যটিতে একজন মা ও তার সাত বছর বয়সী শিশু এবং ৭৩ বছর বয়সী এক বৃদ্ধ প্রাণ হারিয়েছেন। এছাড়া জর্জিয়া অঙ্গরাজ্যে শয়নকক্ষে একটি গাছ ভেঙ্গে পড়ায় এক ব্যক্তির হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
কেন্টাকি, জর্জিয়া, আলাবামা, মিসিসিপি, টেনেসি, ভার্জিনিয়া, পশ্চিম ভার্জিনিয়া এবং উত্তর ক্যারোলিনায় এক সপ্তাহ আগেই প্রবল ঝড়ের পূর্বাভাস দেয় হয়েছিল। কর্তৃপক্ষ বলছে শীতকালে প্রবল ঝড়ে সৃষ্ট বন্যায় রাজ্যগুলো বেশ ক্ষতির সম্মুখিন হয়েছে। এদিকে জর্জিয়া এবং ফ্লোরিডার কিছু অংশের জন্য টর্নেডো সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়াবিদরা বলেছেন যে চলতি মৌসুমের সবচেয়ে ঠান্ডা আবহাওয়া পেতে চলেছে যুক্তরাষ্ট্র।