ঢাকা, ১২ মার্চ ২০২৫, বুধবার, ২৭ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ, ১১ রমজান ১৪৪৬ হিঃ

শেষের পাতা

কাশেমের দাফন হত্যাকারীদের বিচার দাবি

স্টাফ রিপোর্টার, গাজীপুর থেকে
১৪ ফেব্রুয়ারি ২০২৫, শুক্রবারmzamin

গাজীপুরে সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় নিহত শিক্ষার্থী আবুল কাশেম খানের (১৭) দুই দফা জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন হয়েছে। গাজীপুরের ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ী ময়দানে সকাল সাড়ে ১১টার পর  তার প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে দুপুর পৌনে ২টায় দ্বিতীয় দফার জানাজার নামাজ অনুষ্ঠিত হয় বোর্ডবাজার এলাকায়। এর আগে বুধবার বিকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত কাসেম গাজীপুরের বোর্ডবাজার এলাকার মৃত জামাল হাজীর ছেলে ও স্থানীয় অনুশীলন প্রি-ক্যাডেট একাডেমির অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকাবহ পরিবেশ বিরাজ করে। আত্মীয়স্বজন, এলাকাবাসী ও একইসঙ্গে আহত হওয়া অনেক ছাত্রনেতা এই হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তি দাবি করেন। জানাজার নামাজে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী, বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী ঐক্য জোট, ইসলামী আন্দোলন বাংলাদেশ, হেফাজতে ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও গাজীপুরের পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খান অংশ নেন।

জানাজার নামাজের আগে বক্তব্যে পুলিশ কমিশনার ড. মো. নাজমুল করিম খান বলেন, গত ১৫ বছর পুলিশকে জনগণের বিরুদ্ধে দাঁড় করিয়েছে। পুলিশ এখন জনগণের বন্ধু হতে চায়। বিতাড়িত শক্তি যাতে আবারো মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেজন্য আমরা পুলিশ বাহিনী জনগণের কাতারে দাঁড়িয়ে তাদের রুখে দেবো। সন্ত্রাসী, ফ্যাসিবাদ কোনো দলের হয় না। আমরা জনগণকে সঙ্গে নিয়েই সন্ত্রাসীদের দমন করতে চাই।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সদস্য সচিব আরিফ সোহেল ও জেলা সমন্বয়ক আব্দুল্লাহ আল মুহিম বলেছেন, শহীদ কাশেমকে যারা নির্মামভাবে হত্যা করেছে, তাদের বিচারের মুখোমুখি করার জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করবো। গ্রেপ্তারের জন্য বর্তমানে যে বাহিনীগুলো অপারেশন পরিচালনা করছে, ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে আমরা তাদের সহযোগিতা করবো। যাতে ফ্যাসিবাদী আওয়ামী লীগের কোনো দোসর গাজীপুরে অবস্থান করতে না পারে, সেটা আমরা নিশ্চিত করতে চাই। আমাদের দাবি স্পষ্ট-আওয়ামী লীগকে আইনগতভাবে নিষিদ্ধ করতে হবে। আমরা বিপ্লব করেছিলাম নিরাপদ দেশ গড়তে।  কিন্তু আমরা দেখছি যে ফ্যাসিস্ট সরকারের দোসররা নিরাপদ থাকতে দিচ্ছে না। 

রাজবাড়ীর ময়দানের জানাজার নামাজে গাজীপুর মহানগর পুলিশ কমিশনার ডা. নাজমুল করিম খান, অতিরিক্ত পুলিশ কমিশনার জাহিদুল ইসলাম, গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুন আল রশিদ, রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) মো. রায়হানুল ইসলাম, গাজীপুর মহানগর জামায়াতের আমীর অধ্যক্ষ জামাল উদ্দিন, গাজীপুর সদর মেট্রো থানা বিএনপি’র সভাপতি এডভোকেট মেহেদী হাসান এলিস, টঙ্গী পশ্চিম থানা বিএনপি’র সভাপতি বশির উদ্দিন, হেফাজতে ইসলামের যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন। এ ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয় কমিটির সদস্য ইমতিয়াজ আহমেদ তানভীর, বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র গাজীপুর জেলার যুগ্ম আহ্বায়ক মো. হাশেম প্রমুখ অংশ নিয়ে বক্তব্য রাখেন।
মহানগর জামাতে ইসলামীর নায়েবে আমীর ও আগামী সংসদ নির্বাচনে গাজীপুর-আসনের জামায়াত মনোনীত প্রার্থী মো. হোসেন আলী আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানিয়ে বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে যেভাবে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে, ঠিক একইভাবে আওয়ামী লীগের রাজনীতিও নিষিদ্ধ করতে হবে। 

এদিকে কাশেমের মৃত্যুর ঘটনায় সন্ধ্যার পর উত্তপ্ত হয়ে ওঠে গাজীপুর। সড়কে নেমে আসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সমমনা ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। তারা শহরের শিববাড়ী মোড়ে বিক্ষোভ করতে থাকে। এ সময় ছাত্র নেতৃবৃন্দ আওয়ামী লীগের গাজীপুরের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দকে দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার আহ্বান জানান। একইসঙ্গে ফ্যাসিস্ট আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবি জানান। 
 

শেষের পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

শেষের পাতা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status