প্রথম পাতা
নাহিদই হচ্ছেন নতুন দলের প্রধান
নিজস্ব প্রতিনিধি
১০ ফেব্রুয়ারি ২০২৫, সোমবার
এ খবর পুরনো। জুলাই আন্দোলনের ছাত্রনেতাদের নেতৃত্বে দল আসছে চলতি মাসেই। নতুন করে যেটা নিশ্চিত হওয়া গেছে নতুন এই দলের প্রধান হবেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম। দলের দায়িত্ব নেয়ার আগেই সরকার থেকে পদত্যাগ করবেন তিনি। এটা ঘটবে দ্রুতই। তবে সরকারে থাকা অন্য দুই ছাত্র প্রতিনিধি এখনই পদত্যাগ করছেন না। নির্বাচনের আগে আগে তারা পদত্যাগ করবেন।
গত ৫ই আগস্ট গণ-অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার পতনের পর ছাত্রদের নেতৃত্বে নতুন দল আসছে কি-না তা নিয়ে আলোচনা শুরু হয়। এক পর্যায়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সারা দেশে কমিটি দেয়া শুরু করে। গঠন করা হয় জাতীয় নাগরিক কমিটি। নাগরিক কমিটিও থানা পর্যায় পর্যন্ত কমিটি দিচ্ছে। মূলত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক কমিটি এবং সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে নতুন দল গঠিত হবে। শুরুতে আহ্বায়ক কমিটি গঠন করা হবে।
বাংলাদেশের ইতিহাসে নতুন দলের আবির্ভাব অনেকটা স্বাভাবিক ঘটনা। বর্তমান সরকারের আমলেও কয়েকটি দল আত্মপ্রকাশ করেছে। তবে অতীতে দেখা গেছে; খুব কম দলই রাজনীতিতে প্রভাব রাখতে পেরেছে। ছাত্রদের নতুন রাজনৈতিক দল বড় কোনো প্রভাব তৈরি করতে পারবে কি-না সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। এ দল নিয়ে এরইমধ্যে নানা আলোচনা শুরু হয়ে গেছে।
পাঠকের মতামত
আমি আশা করি তরুণ প্রজন্মের সব ভোট নাহিদের দল পাবে ইনশাআল্লাহ। আমি নিজেও নাহিদ-হাসনাতের দলকে ভোট দেওয়ার ইচ্ছা আছে। তবে নাহিদ হাসনাতের দলকে গতানুগতিকভাবে প্রেজেন্ট করলে জনগণ বিরক্ত হবে। কারণ বিএনপি,আলীগ,জাপাসহ আরো যে দলগুলো আছে তাদের চেয়ে ভিন্নধারার হতে হবে যেমন দেশের মানুষ এখন বলছে এবার জামাতকে ভোট দিব তাদেরকে আর বিশ্বাস করা যায় না। তাই নাহিদ-হাসনাতকে বলবো তারা যেন ফরহাদ মাজহারের মতো অথবা নাস্তিক টাইপের কাউকে অনুসরন না করে। দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলিম সেটা তাদের বুঝতে হবে। ইসলাম ও মুসলমানের সংস্কৃতির বিরুদ্ধে যায় এমন কোন কাজ করা যাবে না।
Go Ahead
জাতিয় নির্বাচনের আগে ইউনিয়ন পরিষদের মেম্বার হয়ে নিজেদের জনসমর্থন যাচাই করুক জামানত হারাবে
৩২ নম্বর ভাঙ্গার পর থেকে এদের উপর আস্থা, সমর্থন আর নেই।
নরম হয়ে থাকলে চলবে না। শক্ত হাতে সব দুর্নীতি দমন করতে হবে। না পারলে আমাকে দেন এক বছরের মধ্যে সারা দেশ ঠিক করে দেবো।
নুতন প্রজন্মের যাদের বয়স চল্লিশের নীচে যারা ভোটার হওয়া অবধি কোন ভোট দিতে পারেনি এমন তরুণ ভোটার রযেছে সাড়ে চারকোটি। এই তরুণ ভোটারদের ৯৯% ভোট যাবে এই নতুন দলে। সুতরাং গো এহেড নিউ জেনারেশন্স, ডোন্ট ওরি....! আগামীর নতুন বাংলাদেশ হবে তোমাদের হাতের সোনার বাংলাদেশ। আর অদুর ভবিষ্যতে আমাদের দেশের এই ছোট্ট ভুখন্ডটিতে কোন কাটাতারের বেড়া লাগবেনা। কেননা, ইন্ডিয়া ইতোমধ্যেই যে কাটাতারের বেড়া দিয়ে দিয়েছে তা তখন হবে আমাদের বেড়া। কেননা, তখন বাংলাদেশে ইন্ডিয়ান অবৈধ অভিবাসী অনপ্রবেশ ঠেকাতে এই কাটাতারের ভুমিকা অবশ্যম্ভাবী দেখা দিবে।
Best wishes.
জনাব নাহিদকে অভিনন্দন । "দেশপ্রেম ও ইনসাফকে ধারণ ও ইন্ডিয়ান আগ্রাসণকে নিবারণ" এটাই হোক মূলমন্ত্র।
তরুণেরা নেতৃত্বে আসুক এটাই প্রতাশা।
Congratulations....
Welcome.... Best of luck.... New leader in Bangladesh
আগামীতে নুতন প্রজন্মই দেশকে নেতৃত্ব দিবে এটাই বাস্তবতা , বর্তমানে ঘূণে ধরা রাজনীতিবিদ'দের এটা বুঝতে হবে। কবিগুরু যেমন বলেছেন "ওরে নবীন ওরে আমার কাঁচা ওরে সবুজ ওরে অবুঝ আধমরাদের ঘা মেরে তুই বাঁচা"।
Best wishes. Hope they do not engage into corruption .
Best wishes for NAHID and the new party
Well come
অভিনন্দন! শুভকামনা রইলো।
শুভ কামনা থাকল, সামনে এগিয়ে যান তবে আপনাদের নতুন দলে যেন মাদ্রাসা ছাত্রদেরও অংশ গ্রহণ ও নেত্বতৃ থাকে সেটা নিশ্চিত করুন।
দিল্লির আদ আদমী পাটি অনেক আশা দেখিয়ে ক্ষমতায় এসে ছিল এখন কি অবস্থা দেখছি, অনুরূপ বাংলাদেশের নতুন রাজনৈতিক দল দেশকে কি দিতে পারো তা আমাদের কে বুঝতে হবে।
মনে হয়না খুব একটা ভালো হবে।
He deserved this position. I welcome their new party and hopeful also
congratulations
নতুনদের হাতে দেশ নিরাপদ
BNP & JATIO PARTY also KING'S PARTY
ছাত্রদের দল হল কিভাবে,, সারা দেশের ১% ছাত্রও তাদের সাথে নেই।দল করে কোন লাভ নেই
Greetings & welcome
Alhamdulililah Valo tobe Islam ar sathe thakben
এই ধরনের দলকে আমরা বলি কিংস পার্টি।
He is the best leader.
কি লাভ এতে? বাংলাদেশে নতুন দলের সাফল্য পেতে এখন ১০ বছর লেগে যায়। তা ছাড়া যারা দলে যোগ দিবে তাদের ৩ মাস আগে পদত্যাগ করতে হবে। এটাই নিয়ম।
সবাই ভাল কিছু আশা করছে ।
Masalah
নতুনদের হাতেই নিরাপদ বাংলাদেশ!
lav nai
Wish them all the very best
দূর্নীতি ও শোষণমুক্ত দেশ চাই।
অভিনন্দন! বাংলাদেশ যেন নতুনদের হাতে সোনার বাংলাদেশ হয়, সেই শুভ কামনা ও শুভেচ্ছা।
উপদেষ্টা নাহিদ ইসলাম পদত্যাগ করলে সেই মন্ত্রণালয়ে ছাত্রদের মধ্যে থেকে নতুন উপদেষ্টা হতে হবে
They will success their vision.
এটা কিভাবে এবং কোন দিক দিয়ে ছাত্রদের দল! সারাদেশের সাধারণ ছাত্রসমাজ কি এই দলের পেছনে আছে? সারাদেশের সরকারী বেসরকারি সকল স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় মাদ্রাসার ছাত্রদের অংশগ্রহণ কতটুকু??
দল করে কোনো লাভ নেই। বরং উপদেষ্টা পদে থেকে যা সংস্কার করার করে ফেলুন।
Congratulations in advance..
অভিনন্দন নাহিদকে। আশা করি এই দলটি মধ্যপন্থী নতুন রাজনৈতিক ধারণা নিয়ে আসবে।
নতুন দল হোক তরুণেরা নেতৃত্বে আসুক এটাই অনেকের প্রতাশা।
দেশে শান্তি চাই, প্রতিটা মানুষের স্বাধীনতা এবং স্বাধীন ভাবে জীবন যাপন করতে চাই।
অভিনন্দন! শুভকামনা রইলো।