বিনোদন
পার্থ-ফারিনের ‘প্রথম প্রেমের গল্প’
স্টাফ রিপোর্টার
৯ ফেব্রুয়ারি ২০২৫, রবিবার
আবারো জুটি বাঁধলেন পার্থ শেখ এবং ফারিন খান। রুবেল আনুশের পরিচালনায় তাদের নতুন নাটক ‘প্রথম প্রেমের গল্প’। নাটকটির প্রযোজক আকবর হায়দার মুন্না। ভিন্ন আঙ্গিকে রোমান্টিকতার মিশ্রণে নির্মিত এই নাটকে আরও অভিনয় করেছেন- শিল্পী সরকার অপু, সাফিজ মামুন, ফাতেমা নাইস প্রমুখ। আগামী সপ্তাহে ক্লাব ইলেভেন এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে নাটকটি।