ঢাকা, ১৫ মার্চ ২০২৫, শনিবার, ৩০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ রমজান ১৪৪৬ হিঃ

বিনোদন

এবার আইনি পথে পপি

স্টাফ রিপোর্টার
৮ ফেব্রুয়ারি ২০২৫, শনিবারmzamin

নিজের সম্পত্তি ফেরত পেতে এবার আইনি পথে হাঁটলেন চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। বৃহস্পতিবার খুলনার সোনাডাঙ্গা মডেল থানায় নিজের মা, ভাইবোনদের নামে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি। বিষয়টি নিশ্চিত করে পপি বলেন, ২০০৮ সালে আমার কষ্টার্জিত টাকায় ৬ কাঠা জমি কিনেছি। জমিতে যেতে ১০ ফিট জায়গা আমার। কিন্তু আমার মা, ভাইবোনদের অত্যাচারের কারণে আজও জমিটি ভোগ করতে পারিনি। তারা রাস্তাও ব্যবহার করতে দেয় না। এমনকি আমার নামে তারা মিথ্যাচার করছে ও হত্যার হুমকি দিচ্ছে। যে কারণে জিডি করেছি, প্রয়োজনে মামলা করবো। এর আগে স্বামী-সন্তান নিয়ে খুলনায় গিয়ে নিজের পরিবারকে হত্যার হুমকি দিয়েছেন পপি- এমন অভিযোগ করেন তার বোন ফিরোজা পারভীন। এমনকি সোনাডাঙ্গা থানায় পপির বিরুদ্ধে জিডিও করেন তিনি।

 এ বিষয়ে এক ভিডিও বার্তায় নায়িকা বলেন, আমার মা-বোন যে অভিযোগগুলো করছে, সবগুলো মিথ্যা ও বানোয়াট। তারা সত্য একটি বিষয়কে অসত্য বলে প্রমাণ করার চেষ্টা করছে। তিনি আরও বলেন, ২৮ বছর অনেক সুনামের সঙ্গে চলচ্চিত্রে কাজ করেছি। কিন্তু আজ ক্যামেরার সামনে কথা বলছি একজন ব্যর্থ মানুষ হিসেবে। কারণ, সবার মন জয় করতে পারলেও ২৮ বছর আমি যাদের লালন-পালন করেছি তাদের কাছেই একজন অযোগ্য মানুষ। আমি যখন ইনকাম করেছি, তখন পরিবারের কাছে প্রিয় একজন মানুষ ছিলাম। এখন তেমন দিতে পারি না তাই তাদের কাছে শত্রুর মতো। পপি বলেন, আমার আপন ভাইবোন আমাকে একের পর এক নির্যাতন করেছে। তারা আমাকে শারীরিক নির্যাতন করতেও বাদ দেয়নি। আমার টাকা চুরি করে আমাকেই মারার পরিকল্পনা করেছিল তারা। এমনকি আমাকে খুন করে ফেলার জন্য খুনিকে টাকা দিয়েছে।

 

পাঠকের মতামত

পপি, আপনার প্রতিটি কথা আমার জীবনের Story থেকে নেওয়া।আমি আজও নীরব রয়েছি, ভেবেছি এই অকৃতজ্ঞ মানুষগুলো আমারইতো পরিবার, তারা ভালো থাকুক।কিন্তু তারা এই নীরবতার মর্ম বোজেনা। স্বার্থপর অকৃতজ্ঞ এই মানুষগুলোকে যখন নিজের পায়ে দাড়াতে শিখিয়েছি, তখন তারা আমাকেই সবার কাছে অপরাধী হিসাবে পরিচয় দিলো। এটাই জীবনের Harsh Reality. আপনি আপনার এই যুদ্ধে জয়ী হবেন কিনা জানিনা, কিন্তু মনে রাখবেন আপনার মতো হাজারো মানুষ যুদ্ধে হারকে মেনে নিয়েছে এবং ওই অকৃতজ্ঞ মানুষগুলো থেকে অনেক দূরে চলে গেছে বসবাসের জন্য।......

Anonymous
৮ ফেব্রুয়ারি ২০২৫, শনিবার, ৪:৩৬ পূর্বাহ্ন

বিনোদন থেকে আরও পড়ুন

বিনোদন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status