ঢাকা, ২ জুলাই ২০২৫, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৫ মহরম ১৪৪৭ হিঃ

খেলা

এশিয়া কাপে বাংলাদেশের প্রথম ম্যাচ ৩০শে আগস্ট

স্পোর্টস ডেস্ক
৩ আগস্ট ২০২২, বুধবার
mzamin

অনেক জল্পনার পর মাঠে গড়াতে যাচ্ছে এশিয়া কাপ। শ্রীলঙ্কার পরিবর্তে আসরটি আয়োজন করা হচ্ছে আরব-আমিরাতে। সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তাই এবারের এশিয়া কাপ হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। ২৭শে আগস্ট শ্রীলঙ্কা -আফগানিস্তান  ম্যাচ দিয়ে পর্দা উঠবে টুর্নামেন্টের। ফাইনাল হবে ১১ই সেপ্টেম্বর দুবাইয়ে।  বাছাইয়ের সেরা দল যোগ দেবে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের সঙ্গে মূল পর্বে। দুটি গ্রুপে ভাগ হয়ে ৬টি দল লড়বে মূল টুর্নামেন্টে। ভারত ও পাকিস্তানের সঙ্গে ‘এ’ গ্রুপে থাকবে বাছাই পর্ব উতরে আসা দল। আর ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী শ্রীলঙ্কা ও আফগানিস্তান। দুই গ্রুপের শীর্ষ দুই দল লড়বে সুপার-৪ রাউন্ডে। যেখানে দলগুলো লীগ ফরম্যাটে একে অন্যের বিরুদ্ধে খেলবে। সেখান থেকে সেরা দুই দল উঠবে ফাইনালে। প্রত্যেকেটি ম্যাচ স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় (বাংলাদেশের রাত ৮টা) শুরু হবে।   

গ্রুপ ‘এ’ 

ভারত-পাকিস্তান: ২৮শে আগস্ট, দুবাই 

ভারত-কোয়ালিফায়ার: ৩১শে আগস্ট, দুবাই 

পাকিস্তান-কোয়ালিফায়ার: ২রা সেপ্টেম্বর, শারজা 

গ্রুপ ‘বি’ 

শ্রীলঙ্কা-আফগানিস্তান: ২৭শে আগস্ট, দুবাই 

বাংলাদেশ-আফগানিস্তান: ৩০শে আগস্ট, শারজা 

শ্রীলঙ্কা-বাংলাদেশ: ১লা সেপ্টেম্বর, দুবাই 

সুপার ৪  

বি১-বি২: ৩রা সেপ্টেম্বর, শারজা 

এ১-এ২: ৪রা সেপ্টেম্বর, দুবাই 

এ১-বি২: ৬ই সেপ্টেম্বর, দুবাই 

এ২-বি২: ৭ই সেপ্টেম্বর, দুবাই 

এ১-বি২: ৮ই সেপ্টেম্বর, দুবাই  

বি১-এ২: ৯ই সেপ্টেম্বর, দুবাই 

ফাইনাল: ১১ই সেপ্টেম্বর, দুবাই 

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status