খেলা
পাকিস্তানে ইংল্যান্ডের ঐতিহাসিক সিরিজের সূচি চূড়ান্ত
স্পোর্টস ডেস্ক
৩ আগস্ট ২০২২, বুধবার১৭ বছর পর পাকিস্তানের মাটিতে কোনো সিরিজ খেলতে যাচ্ছে ইংল্যান্ড ক্রিকেট দল। আগামী মাসে সেখানে ৭টি টি- টোয়েন্টি খেলবে ইংলিশরা। ২০শে সেপ্টেম্বর করাচিতে গড়াবে প্রথম টি-টোয়েন্টি। সিরিজের শেষ ম্যাচ ২রা সেপ্টেম্বর লাহোরে। প্রথম চার ম্যাচের ভেন্যু করাচি। শেষ তিনটি অনুষ্ঠিত হবে লাহোরে। ঘরে মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষে পাকিস্তান দল পাড়ি জমাবে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে। ১৬ই অক্টোবর শুরু হবে চার-ছক্কার মহাযজ্ঞ। ডিসেম্বরে টেস্ট সিরিজ খেলার জন্য দ্বিতীয় দফায় পাকিস্তান সফরে যাবে ইংল্যান্ড দল। তিন ম্যাচের সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) আন্তর্জাতিক ক্রিকেট বিষয়ক পরিচালক জাকির খান বলেন, ‘করাচি ও লাহোরে ইংল্যান্ডের বিপক্ষে ৭টি টি-টোয়েন্টি ম্যাচ আয়োজনের বিষয়টি নিশ্চিত করতে পেরে আমরা আনন্দিত। টি- টোয়েন্টিতে ইংল্যান্ড অন্যতম সেরা দল। আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তাদের বিপক্ষে খেলা ম্যাচগুলো পাকিস্তানের প্রস্তুতিতে সহায়ক হবে। পাশাপাশি ডিসেম্বরে তিন ম্যাচ টেস্ট সিরিজের জন্য একটা মানসিক প্রস্তুতি গড়ে দেবে এটি।’ টি-টোয়েন্টি সিরিজের সূচি ১ম টি-টোয়েন্টি: ২০শে সেপ্টেম্বর, করাচি ২য় টি-টোয়েন্টি: ২২শে সেপ্টেম্বর, করাচি ৩য় টি-টোয়েন্টি: ২৩শে সেপ্টেম্বর, করাচি ৪র্থ টি-টোয়েন্টি: ২৫শে সেপ্টেম্বর, করাচি ৫ম টি-টোয়েন্টি: ২৮শে সেপ্টেম্বর, লাহোর ৬ষ্ঠ টি-টোয়েন্টি: ৩০শে সেপ্টেম্বর, লাহোর ৭ম টি-টোয়েন্টি: ২রা অক্টোবর. লাহোর