ঢাকা, ২ জুলাই ২০২৫, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৫ মহরম ১৪৪৭ হিঃ

প্রথম পাতা

৯ পণ্য-সেবায় ভ্যাট-শুল্ক প্রত্যাহার

স্টাফ রিপোর্টার
২৩ জানুয়ারি ২০২৫, বৃহস্পতিবার

সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের সমালোচনা ও প্রতিবাদের মুখে ভ্যাট বাড়ানোর দুই সপ্তাহের মধ্যে কিছু পণ্যের ক্ষেত্রে পিছু হটলো জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ তালিকায় রয়েছে মুঠোফোন সেবা, ওষুধ, রেস্তরাঁ, নিজস্ব ব্র্যান্ডের পোশাক, মিষ্টি, নন-এসি হোটেল, ওয়ার্কশপ ইত্যাদি। গতকাল এ সংক্রান্ত চারটি  আদেশ জারি করে এনবিআর। সংস্থাটির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এতে এসব পণ্য ও সেবার দাম বাড়বে না।

এর আগে চলতি অর্থবছরের মাঝপথে এসে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্ত পূরণে ৯ই জানুয়ারি এক অধ্যাদেশের মাধ্যমে শতাধিক পণ্য ও সেবায় ভ্যাট ও শুল্ক বাড়ানো হয়। উচ্চ মূল্যস্ফীতির এ সময়ে হঠাৎ বিপুল সংখ্যক পণ্য ও সেবায় ভ্যাট বাড়ানোর সিদ্ধান্তে অন্তর্বর্তী সরকার ব্যাপক সমালোচনার মুখে পড়ে। বিভিন্ন ব্যবসায়ী সংগঠনও ভ্যাট বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদ জানায়।

মুঠোফোনে কথা বলা: মুঠোফোনের সিম বা রিম কার্ড ব্যবহারের মাধ্যমে টেলিফোন সেবায় (টক টাইম, ইন্টারনেট ব্যবহার ইত্যাদি) সম্পূরক শুল্ক ২০ শতাংশ থেকে বাড়িয়ে ২৩ শতাংশ করা হয়েছিল। এই সম্পূরক শুল্ক হার এখন আগের জায়গায় ফেরত নেয়া হয়েছে। অন্যদিকে ইন্টারনেট সংস্থার (আইএসপি) সেবার ওপর আরোপিত ১০ শতাংশ সম্পূরক শুল্কও প্রত্যাহার করা হয়েছে।

রেস্তোরাঁ বিল: আগের মতোই রেস্তোরাঁর খাবারের বিলের ওপর ৫ শতাংশ ভ্যাট আরোপ হবে। রেস্তোরাঁর খাবারের বিলের ওপর ভ্যাট ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়েছিল। এখন বাড়তি ভ্যাট প্রত্যাহার করা হয়েছে।

পোশাক, মিষ্টি ও অন্যান্য: তৈরি পোশাকের ক্ষেত্রেও ভ্যাট কমানো হয়েছে। নিজস্ব ব্র্যান্ডের পোশাক ব্যতীত অন্যান্য পোশাক বিক্রির ক্ষেত্রে ভ্যাট হার করা হয়েছে সাড়ে ৭ শতাংশ। নতুন করে ভ্যাট বাড়ানোর সিদ্ধান্তের আগে এ হার সাড়ে ৭ শতাংশই ছিল। ৯ই জানুয়ারি যা বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়েছিল। এখন বাড়তি সেই হার প্রত্যাহার করে নেয়া হয়েছে। তবে বাড়তি ভ্যাট থাকছে ব্র্যান্ডের পোশাকের ক্ষেত্রে। এ হার করা হয়েছে ১০ শতাংশ। ৯ই জানুয়ারির আগে তা ছিল সাড়ে ৭ শতাংশ।

মিষ্টির দোকানেরও ভ্যাট হার ১৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করা হয়েছে। ৯ই জানুয়ারির আগে মিষ্টির দোকানে সাড়ে ৭ শতাংশ ভ্যাট ছিল। ফলে মিষ্টির দোকানে ভ্যাট হার বাড়লো আড়াই শতাংশ। এ ছাড়া নন-এসি হোটেলের ওপর ভ্যাট হার ১৫ থেকে কমিয়ে ১০ শতাংশ করা হয়েছে। 

অন্যদিকে মোটর গাড়ির গ্যারেজ ও ওয়ার্কশপের ভ্যাটেও পরিবর্তন আনা হয়েছে। এখানেও ১০ শতাংশ ভ্যাট করা হয়েছে।
ওষুধের ক্ষেত্রে স্থানীয় ব্যবসায়ী পর্যায়ে ভ্যাটের হার ২ দশমিক ৪ শতাংশ বাড়িয়ে ৩ শতাংশ করা হয়েছিল। এখন বাড়তি ভ্যাট প্রত্যাহার করে নেয়া হয়েছে। এতে ওষুধের দাম বাড়বে না বলে মনে করে এনবিআর।

পাঠকের মতামত

চুরি না করলে ১০% ভ্যাট দিয়েই দেশ ভালো ভাবে চলত

জনতার আদালত
২৩ জানুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, ১১:০১ পূর্বাহ্ন

আমাদের মতো ভ্যাট সিস্টেম অন্য কোন দেশে আছে কিনা তা আমার জানা নেই, তবে উন্নত দেশের ভ্যাট সম্পর্কে কিছুটা ধারণা আছে যা একটা দেশকে বিশ্বের ধনিদের তালীকায় এনে দিয়েছে। যাদের আয়ের প্রধান উৎস ভ্যাট। দেশটির নাম সিংগাপুর। দেশে যা বেচা-কিনা হবে সবার ভ্যাট সমান হবে, যেমন ৫% বা ৭% এবং প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠানে ভ্যাট নাম্বার ও মেশিনে বিল সিস্টেম থাকা। যদি এ ব্যবস্থা থাকে তা হলে করো প্রতি জুলুম করা হবেনা ভ্যাট চুরির পথ বন্দো হবে, আর দেশের রেভিনিউ দ্রুত বৃদ্ধি পাবে।

মাইনউদ্দিন
২৩ জানুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, ১০:৩২ পূর্বাহ্ন

তাহলে এই কয়দিনে মোবাইলে অপারেটর যে অতিরিক্ত টাকা কেটে নিয়েছে সেগুলো কি ফেরত দেবে?

Zamal
২৩ জানুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, ৯:৫৯ পূর্বাহ্ন

কমদামী সিগারেটের উপর ভ্যাট প্রত্যাহার করা হউক ।

কাজী মোস্তফা কামাল
২৩ জানুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, ৮:৫২ পূর্বাহ্ন

প্রথম পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

প্রথম পাতা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status