খেলা
ফর্মে লিটন তবে ওয়ানডে দলে বিবেচনা বিপিএল শেষে
স্পোর্টস রিপোর্টার
২২ জানুয়ারি ২০২৫, বুধবার
চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়েছেন লিটন দাস। তার পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন তরুণ ব্যাটার পারভেজ হোসেন ইমন। তবে গুঞ্জন রয়েছে শেষ মুহূর্তে জাতীয় দলে আসতে পারেন লিটন, সেটি হলে বাদ পড়তে পারেন ইমন। এখন পর্যন্ত বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) দু’জনের যে পারফরম্যান্স সেটি আসলে বিবেচনা নিয়ে এই পরিবর্তনের গুঞ্জন। কারণ ইমন এখন পর্যন্ত চট্টগ্রামের হয়ে সাত ম্যাচে কোনো ফিফটিও হাঁকাতে পারেননি। তার ব্যাট থেকে এসেছে সর্বোচ্চ ৩৯ রানের ইনিংস। অন্যদিকে লিটন দাস ঢাকা ক্যাপিটালসের হয়ে শুরুতে ব্যর্থ হয়েছেন। প্রথম চার ম্যাচে তার ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৩১ রানের ইনিংস। পরের চার ম্যাচে তার ব্যাট থেকে আসে একটি সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরি। চলমান টুর্নামেন্টে দু’জনের পারফরম্যান্স বিবেচনায় নিলে লিটনের এই ফর্মে ফেরা তার চ্যাম্পিয়ন্স ট্রফি দলের সম্ভাবনা বাড়িয়ে দিয়েছেন অনেকটাই। তবে বিসিবি’র একটি সূত্রে জানা গেছে বাস্তবতা ভিন্ন। লিটনের ফর্মে ফেরা তাদের জন্য স্বস্তি হলেও তাকে এখনই চ্যাম্পিয়ন্স ট্রফি দলে বিবেচনায় আনা কঠিন। কারণ বিপিএলের এখনো অনেকটা পথ বাকি। এমন নয় ইমনও তার ঝলক দেখাতে পারবেন না। সূত্রটি জানায়, ‘আসলে লিটন ফর্মে ফিরেছে তা আমাদের জন্য বেশ স্বস্তির। কিন্তু লিটনের শুরুটা দেখেন খুব ভালো ছিল না। এখন ইমনের সামনেও বেশ কয়েকটা ম্যাচ আছে। কি গ্যারান্টি যে সেও ফর্মে ফিরবে না! তাই যদি শেষ পর্যন্ত লিটনকে দলে ফেরানোর কথা ভাবা হয় সেটি বিপিএলের এই আসর শেষ হওয়ার পর।’
ফেব্রুয়ারির ২০ তারিখে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। জানা গেছে, ১৫ই ফেব্রুয়ারি বাংলাদেশ দল দেশ ছাড়তে পারে। দুবাইয়ে দুই দিনের অনুশীলন শেষে ভারতের বিপক্ষে মাঠে নামবে নাজমুল হোসেন শান্তর দল। অন্যদিকে বিপিএলের ১১তম আসর শেষ হবে ৭ই ফেব্রুয়ারি। এরমধ্যে দু’জনের পারফরম্যান্সের পরিসংখ্যানটাও সবার সামনে থাকবে। সেখানে লিটন এগিয়ে থাকলেও কি লিটন দলে ঢুকবে? সূত্রটি জানায় এখানেও আছে ভিন্ন আরেকটি হিসাব। তিনি জানান, ‘দু’জনই বিপিএলে খেলছে টি-টোয়েন্টি ফরম্যাটে। আর চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচগুলো ওয়ানডে। মানে ফরম্যাট ভিন্ন যে কারণে এটিও মাথায় রাখতে হবে। ইমন এখানে (বিপিএল) যেভাবে খেলছে ওয়ানডেতে সেভাবে নাও খেলতে পারে। সেখানে প্রথম বল থেকেই চার-ছয় মারার পরিকল্পনা থাকবে না। একটু সময় পাবে। আরেকটা বিষয় লিটন কিন্তু টি-টোয়েন্টিতে ফর্মে ফিরেছে ওয়ানডেতে নয়। আর ইমনকে দলে নেয়া হয়েছে সব শেষ ওয়ানডে ফরম্যাটে পারফরম্যান্স বিবেচনাতে। আমার লিটনকে দলে ফেরানো হলো সেখানে গিয়ে তিনি ভালো করবেই তারও গ্যারান্টি নেই। সবকিছু চিন্তা করলে এখনই বলা সম্ভব হচ্ছে না যে লিটন ফিরবে কি ফিরবে না।’
অন্যদিকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিন ম্যাচ সেখানে দলে বড় পরিবর্তন আনারও খুব প্রয়োজনও নেই বলে মনে করা হচ্ছে। কারণ বিপিএলের পারফরম্যান্স বিচেনা করলে অধিনায়ক শান্ত কিংবা ব্যাটিং ভরসা মুশফিকও যে ব্যর্থ এখন পর্যন্ত আসরে। সেটি বিবেচনায় নিলে তো এই দু’জনও বাদ পড়ার কথা। তাই লিটনকে দলে ফেরানো হবে কিনা হবে না তা নিয়ে আসলে এখনই কোনো আলোচনা হয়নি নির্বাচকদের মধ্যে। সূত্রটি জানায়, ‘এখনো নির্বাচকদের মধ্যেই এটি নিয়ে আলোচনা হয়নি যে লিটনকে বিপিএলের পারফরম্যান্স বিবেচনায় নেয়া হবে কিনা। সেটি আসর শেষ হলেই সবকিছু বিবেচনায় নিয়ে ভাবা হতে পারে। তবে হ্যাঁ, লিটন যেহেতু অভিজ্ঞ ক্রিকেটার সেটিও তাকে নিয়ে চিন্তা করার আরেকটি কারণ থাকবে।’