খেলা
সাকিবের যে রেকর্ড ভাঙার হাতছানি তাসকিনের সামনে
স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম থেকে
২২ জানুয়ারি ২০২৫, বুধবার
দল হিসেবে দুর্দান্ত রাজশাহী চলতি বিপিএলে ভালো করতে পারছে না। ৯ ম্যাচে তাদের জয় মাত্র ৩ ম্যাচে। তবে ব্যাটিং এবং বোলিং দুই বিভাগেই সেরা দু’জন এই দলেরই। এনামুল হক বিজয় দাপট দেখাচ্ছেন ব্যাটিংয়ে, আর বোলিংয়ে তাসকিন। ৯ ম্যাচে ২০ উইকেট নিয়েছেন এই পেসার। বিপিএল ক্যারিয়ারে দ্বিতীয়বার এক আসরে ২০ উইকেট স্পর্শ করা তাসকিনের সামনে এখন রেকর্ডের হাতছানি। বিপিএল এক আসরে ২০ উইকেট শিকারের স্বাদ একাধিকবার পাওয়া তৃতীয় বোলার তাসকিন। এর আগে এই কীর্তি ছিল সাকিব আল হাসান (২০১৭ ও ২০১৯) ও রুবেল হোসেনের (২০১৯ ও ২০১৯-২০)। তাসকিন এর আগে ২০১৯ আসরে সিলেট সিক্সার্সের হয়ে ২২ উইকেট নিয়েছিলেন। বিপিএলের এক আসরে সর্বোচ্চ উইকেট নেয়ার রেকর্ড সাকিব আল হাসানের। ২০১৯ আসরে ঢাকা ডায়নামাইটসের হয়ে ১৫ ম্যাচ খেলে ২৩টি উইকেট নিয়েছিলেন তিনি। প্রাথমিক পর্বে আরও তিনটি ম্যাচ বাকি আছে রাজশাহীর। অর্থাৎ সাকিবকে ছাড়াতে ৪ উইকেট প্রয়োজন তাসকিনের, তার জন্য পাচ্ছেন আরও ৩ ম্যাচ। চলতি আসরে ফরচুন বরিশালের বিপক্ষে তিন উইকেট নিয়ে বিপিএল শুরু করেন তাসকিন। পরের ম্যাচে একগাদা রেকর্ড গড়েন ১৯ রানে নেন ৭ উইকেট। এরপর সাত ম্যাচের পাঁচটিতেই তিনি উইকেট পান দুটি করে। তিনি এই ২০ উইকেট নিয়েছেন ওভারপ্রতি মাত্র ৬.৬০ রান দিয়ে।