বাংলারজমিন
‘মানুষের ভালোবাসা অর্জনের মাধ্যমে সাংগঠনিক শক্তি বৃদ্ধি করতে হবে’
বান্দরবান প্রতিনিধি
২২ জানুয়ারি ২০২৫, বুধবারবাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, চট্টগ্রাম মহানগর আমীর ও সাবেক এমপি আলহাজ শাহজাহান চৌধুরী বলেছেন, দীর্ঘ ১৬ বছর ফ্যাসিবাদী আওয়ামী লীগের অধীনে আমরা পরাধীন ছিলাম। ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ নতুন করে স্বাধীনতা লাভ করেছে। বর্তমান সময়ে মানুষের ভালোবাসা অর্জনের মাধ্যমে সাংগঠনিক শক্তি বৃদ্ধির পাশাপাশি দেশ ও সমাজের উন্নয়ন এবং মানবকল্যাণে প্রত্যেককে কাজ করতে হবে। মঙ্গলবার বিকালে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে জামায়াতের কর্মী সম্মেলনে এ কথা বলেন তিনি। অতীতে জুলুম-নির্যাতনের মাধ্যমে আওয়ামী লীগ আমাদের ধ্বংস করতে চেয়েছিল। কিন্তু আমাদের অগ্রযাত্রা রোধ করতে পারেনি। ভবিষ্যতেও কেউ জামায়াতের অগ্রযাত্রা রোধ করতে পারবে না। বাইশারী ইউনিয়ন জামায়াতের আমীর মো. ছলিম উল্লাহ’র সভাপতিত্বে কর্মী সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আমীর এস এম আবদুস সালাম আজাদ, সাবেক মন্ত্রী আলী আহসান মুজাহিদের পুত্র আলী আহম্মদ মাবরুর, বান্দরবান জেলা জামায়াতের সেক্রেটারি এডভোকেট আবুল কালাম, নাইক্ষ্যংছড়ি উপজেলা জামায়াতের আমীর মাওলানা ফারুক সিরাজী, রামু উপজেলা আমীর ফজলুল্লাহ মুহাম্মদ হাসান, দক্ষিণ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি মাওলানা মুহাম্মদ রফিক বশরী, ডা. ফজলুল হক, মাওলানা আহসান হাবিব প্রমুখ। এদিকে কর্মী সম্মেলন উপলক্ষে বাইশারী উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ মাঠে জামায়াতের উদ্যোগে ও চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের ব্যবস্থাপনায় ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। যেখানে কয়েক শতাধিক মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন।