বাংলারজমিন
মাদারগঞ্জে সমবায় সমিতির আমানতকারীদের বিক্ষোভ
মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
৫ ফেব্রুয়ারি ২০২৫, বুধবারজামালপুরের মাদারগঞ্জে ২৩টি সমবায় সমিতির প্রায় ৩০ হাজার আমানতকারীর প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা ফেরতের দাবিতে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালিত হয়। মঙ্গলবার পৌর এলাকার বালিজুড়ী শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ শেষে দুই হাজার আমানতকারী মিছিল সহাকারে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে অবস্থান নেন। এসময় ইউএনও ও এসিল্যান্ড কেউই তাদের কার্যালয়ে উপস্থিত ছিলেন না। সমবায় সমিতির প্রায় দুই হাজার আমানতকারীরা এ কর্মসূচিতে অংশ নেন। মাদারগঞ্জে বিভিন্ন সমবায় সমিতিতে আমানতকৃত অর্থ উদ্ধারের জন্য সহায়ক কমিটির ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, আয়োজক কমিটির আহব্বায়ক শিবলুল বারী রাজু, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোখলেছুর রহমান মোখলেস, গোলাম কিবরিয়া বিপ্লব তরফদার, সিপিবির মাদারগঞ্জ শাখার সাধারণ সম্পাদক মাফিজুর রহমান, চরগোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মাহবুব আলম রতন, কেন্দ্রীয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হিফজুল বারী বকুল, আব্দুর রহিম সোনা মোল্লা, কেন্দ্রীয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা হিফজুল বারী বকুল, সমিতিতে প্রতারিত আমানতকারী আছমা বেগম প্রমুখ। অবস্থান কর্মসূচি চলাকালে ইউএনও তার কার্যালয়ে না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে অর্থ উদ্ধার কমিটির আহ্বায়ক শিবলুল বারী রাজু বলেন, টানা ৫ ঘন্টা প্রতারিত আমানতকারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করলেও ইউএনও ও এসিল্যান্ড অফিস খালি করে দিয়ে চলে গেছেন। তিনি বলেন, আগামী সাত দিনের মধ্যে যদি সমিতির মালিকপক্ষকে গ্রেপ্তার এবং গ্রাহকদের মুখোমুখি না করা হয়, তাহলে সাত দিন পরে ইউএনও সাহেব আপনাকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসা হবে। আপনি জনতার আন্দোলন দেখেন নাই, জনতার কষ্ট বুঝেন নাই, জনতার সমস্যা কিভাবে সমাধান করতে হয় তা চিন্তা করেন নাই।
তিনি আরও বলেন, টানা ৫-৬ ঘণ্টা ধরে প্রতারিত আমানতকারীরা ইউএনও অফিসের সামনে অভুক্ত অবস্থায় অবস্থান করলেও তাদেরকে পানি পর্যন্ত দেওয়া হয়নি। এই যে তাদের কষ্ট, এই কষ্ট যদি উপলব্ধি করতে না পারেন আপনাকে আর সম্মান করার জায়গা থাকবে না। ৫ ঘন্টা ধরে আমানতকারীরা অবস্থান করলেও নিজ কার্যালয়ে উপস্থিত না হওয়ায় বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদির শাহ্ সাংবাদিকদের জানান, এটার দায়িত্ব সমবায় অফিসের, তারা বিষয়টি দেখবেন। তিনি অফিসিয়াল প্রোগ্রামে জানালপুরে উপস্থিত ছিলেন।