ঢাকা, ৫ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার, ২২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, ৫ শাবান ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

চট্টগ্রামে আটক শ্রমিক লীগ নেতাকে ছাড়াতে বিএনপি’র মিছিল, থানা ঘেরাওয়ের চেষ্টা

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম থেকে
৫ ফেব্রুয়ারি ২০২৫, বুধবারmzamin

চট্টগ্রামে পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া এক শ্রমিক লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিতে বিক্ষোভ করেছেন যুবদল ও শ্রমিক দলের নেতাকর্মীরা। তাদের সঙ্গে স্থানীয় শ্রমিক লীগের লোকজনও যোগ দেন। একপর্যায়ে তারা থানা ঘেরাওয়ের চেষ্টা করেন। বিক্ষোভকারীরা সেকেন্ড অফিসারকেও লাঞ্ছিত করেছেন। সোমবার রাত সোয়া ১১টার দিকে নগরের সদরঘাট থানা এলাকায় এই ঘটনা ঘটে। যুবদল নেতা আবু তালেব লিটন, থানা  শ্রমিক দলের সেক্রেটারি আক্তার হোসেন, ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি শওকত এই বিক্ষোভে নেতৃত্ব দেন। লিটন চট্টগ্রাম মহানগর বিএনপি সদস্য মশিউর রহমান স্বপনের অনুসারী বলে পরিচিত। 
জানা যায়, সদরঘাট থানার অভিযান টিম মাঝিরঘাট এলাকায় অভিযান পরিচালনা করে সদরঘাট থানা শ্রমিক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. হাসান মাঝিকে গ্রেপ্তার করে। পরবর্তীতে সদরঘাট থানা যুবদলের নেতা লিটন সদরঘাট থানার ওসির কাছে এসে গ্রেপ্তারকৃত শ্রমিক লীগের নেতাকে ছেড়ে দেয়ার জন্য সুপারিশ করে। থানার ওসি আওয়ামী লীগের যে সকল নেতাকর্মীরা আগস্টের ৩ এবং ৪ তারিখে ছাত্রসহ জনগণের ওপরে গণহত্যা পরিচালনা করেছে তাদের কোনো ছাড় নেই বলে তাড়িয়ে দেন। পরবর্তীতে যুবদল নেতা লিটনের ইন্ধনে চট্টগ্রাম ঘাট গুদাম শ্রমিক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সুমন মাঝি ও আজাদ মাঝির নেতৃত্বে হাসান মাঝিকে গ্রেপ্তারের প্রতিবাদে রাত সোয়া ১১টার দিকে সদরঘাট থানার সামনে এসে বিক্ষোভ মিছিল করতে থাকেন। পরবর্তীতে যুবদল নেতা লিটন সদরঘাট থানার সামনে এসে শ্রমিক লীগের নেতাকর্মীদের চলে যেতে বললে তারা ঘটনাস্থল ত্যাগ করে। নগর বিএনপি’র এক নেতা জানান, পুলিশ এক শ্রমিক লীগ নেতাকে গ্রেপ্তার করলে তাকে ছাড়ানোর জন্য শ্রমিক দল নেতা আক্তার ও যুবদল নেতা লিটনের নেতৃত্বে মিছিল করেছে। যেটা আমাদের দলের সঙ্গে বেইমানির শামিল। তবে এই বিষয়ে জানতে চাইলে আবু তালেব লিটন জানান, আমি শ্রমিক লীগের নেতাকে ছাড়ানোর জন্য যাইনি। এম এম ট্রান্সপোর্টের চুরির মামলার বিষয়ে গেছি। মিছিলের বিষয়ে তিনি বলেন, শ্রমিকরা মিছিল করেছে তাদের অধিকার আদায়ে। আমি শ্রমিক লীগ নেতাকে ছাড়ানোর সুপারিশ করিনি। সদরঘাট বিএনপি’র এক নেতা জানান, যুবদল নেতা লিটনের সঙ্গে আওয়ামী লীগ এমপি লতিফের অনুসারী আবু তারেক রনির সঙ্গে বিশেষ সখ্যতা ছিল। আওয়ামী লীগ সরকারের সময়ে আবু তাহের রনি ও এমপি লতিফের সঙ্গে লিটনের বিভিন্ন সময়ের ছবি ৫ই আগস্টের পরে ফেসবুকে ছড়িয়ে পড়ে। এই বিষয়কে কেন্দ্র করে চট্টগ্রাম ঘাট ও গুদাম শ্রমিক লীগের নেতাকর্মীদের দ্বারা মালামাল লোড আনলোড অথবা মিছিল মিটিং করার সমূহ সম্ভাবনা রয়েছে। তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। এ ব্যাপারে সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম বলেন, যুবদল নেতা লিটনের নেতৃত্বে শ্রমিকরা মিছিল করেছে। থানার সামনে এসে কিছুক্ষণ মিছিল করে চলে গেছে। শ্রমিক লীগের নেতাকে ছাড়ানোর জন্য তদবির  করেছে। তবে বৈষম্যবিরোধী ছাত্রদের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।  

 

 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status