ঢাকা, ৫ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার, ২২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, ৫ শাবান ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

নিহত নারী পুলিশ সদস্যের বাড়িতে শোকের মাতম

মাদারীপুর প্রতিনিধি
২১ জানুয়ারি ২০২৫, মঙ্গলবার

পটুয়াখালী পুলিশ লাইনসের ব্যারাক থেকে রোববার সকালে তৃষ্ণা বিশ্বাস (২২) নামে নারী কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এদিকে নিহত ওই নারী পুলিশ সদস্যের মৃত্যুর খবরে তার গ্রামের বাড়ি ডাসারে চলছে শোকের মাতম। মানসিক সমস্যার কারণে আত্মহত্যা করেছে বলে দাবি নিহতের স্বজনদের। 
সোমবার দুপুরে সরজমিন গিয়ে জানা গেছে, উপজেলার পূর্ব কমলাপুর গ্রামের তৃষ্ণা বিশ্বাস। দিনমজুর বাবার সংসারের হাল ধরতে ২০২৩ সালের নভেম্বর মাসে নারী পুলিশ কনস্টেবল পদে চাকরিতে যোগদান করেন। চাকরির কিছুদিন পর মানসিক সমস্যায় ভুগছিলেন তিনি। পরিবার থেকে মানসিক ডাক্তার দেখানো হয়েছে বলে জানান স্বজনরা। কিন্তু গত রোববার সকালে পরিবারের কাছে খবর আসে পুলিশ ব্যারাকে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এতে বাকরুদ্ধ হয়ে যায় নিহতের পরিবার ও স্বজনরা। পরিবারের একমাত্র উপার্জনক্ষম মেয়েকে হারিয়ে পাগলপ্রায় পরিবার। নিহতের খবর গ্রামের বাড়িতে পৌঁছালে স্বজনের আহাজারিতে আকাশ-বাতাস ভারী হয়ে ওঠে। মৃত তৃষ্ণা বিশ্বাস উপজেলার পূর্ব কমলাপুর গ্রামের কৃষ্ণ বিশ্বাসের মেয়ে। তার মৃত্যুর ঘটনায় সঠিক তদন্তের দাবি জানান পরিবার ও স্বজনরা।
নিহত পুলিশ সদস্যের মা বিনা বিশ্বাস কান্নাজড়িত কণ্ঠে জানান, মেয়েকে এক মাস আগে ঢাকা নিয়ে মানসিক ডাক্তার দেখাই। ওর মধ্যে একটা ভয় কাজ করতো। আমি ওর ছয় মাসের ছুটির জন্য অফিসে যাই। কিন্তু পুলিশ অফিসের স্যাররা ছুটি দেয়নি। আমি এর সুষ্ঠু তদন্ত চাই। ডাসার থানার ওসি মো. আব্দুল বারিক বলেন, ডাসারের বাসিন্দা এক নারী পুলিশ কনস্টেবল মারা যাওয়ার ঘটনা ঘটেছে পটুয়াখালী জেলায়। মরদেহ সৎকারে পুলিশের সহযোগিতা দরকার হলে পুলিশ সহযোগিতা করবে।

 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status