অনলাইন
‘ভোরের কাগজ’ বন্ধ ঘোষণা
স্টাফ রিপোর্টার
(৪ সপ্তাহ আগে) ২০ জানুয়ারি ২০২৫, সোমবার, ৩:৫৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৮ পূর্বাহ্ন

দৈনিক ‘ভোরের কাগজ’ বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। সোমবার রাজধানীর মালিবাগে প্রতিষ্ঠানটির কার্যালয়ের প্রধান ফটকে এ সংক্রান্ত নোটিশ টানিয়ে দেওয়া হয়েছে।
এতে বলা হয়েছে, ‘ভোরের কাগজ কর্তৃপক্ষ বাংলাদেশ শ্রম আইন-২০০৬ এর ১২ ধারা অনুযায়ী মালিকের নিয়ন্ত্রণ বহির্ভূত কারণে প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় বন্ধের সিদ্ধান্ত গ্রহণ করেছেন যা ২০-০১-২০২৫ ইং তারিখ থেকে কার্যকর হবে।’
১৯৯২ সালের ১৫ ফেব্রুয়ারি ‘মুক্তচিন্তার দৈনিক’ স্লোগান নিয়ে যাত্রা শুরু করে ‘ভোরের কাগজ’।
ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকার পতনের পর ১৬ সেপ্টেম্বর পত্রিকাটির সম্পাদক শ্যামল দত্ত ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত থেকে পুলিশের হাতে আটক হন। তখন থেকে তিনি কারাগারে রয়েছেন। শ্যামল দত্ত জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ছিলেন।
পাঠকের মতামত
কাগজ বন্ধ হবে কেন ? সকল অব্যবস্থা দুর করে এবং অব্যবস্থাকারীদের আইনের আওতায় আনা হোক । কাগজ বন্ধ করে কিছু সংবাদ কর্মী কর্মকর্তাদের বেকারত্বে ঠেলে দেবেন না ।
আলহামদুলিল্লাহ, ভারতের দালালী ও ইসলাম বিদ্বেষী কাজের পরিনাম।
শ্যামল দপ্তর এই অবস্থান থেকে ভবিষ্যতে যারা অন্যায় করার চিন্তা করতেছেন তারা সতর্ক হোন