ঢাকা, ১৭ ফেব্রুয়ারি ২০২৫, সোমবার, ৪ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শাবান ১৪৪৬ হিঃ

বিনোদন

সাইফের ওপর হামলাকারী বাংলাদেশি তার কোনো প্রমাণ নেই- অভিযুক্তের আইনজীবী

বিনোদন ডেস্ক

(৪ সপ্তাহ আগে) ২০ জানুয়ারি ২০২৫, সোমবার, ১২:১২ অপরাহ্ন

mzamin

অভিনেতা সাইফ আলি খানের ওপর হামলাকারী কি আসলেই বাংলাদেশি? আদালতে এমন প্রশ্ন তুললেন অভিযুক্ত শরিফুল ইসলাম শেহজাদের আইনজীবী সন্দীপ শেখানে। তিনি দাবি করেন, পুলিশের কাছে কোনও প্রমাণ নেই। তার মক্কেল ওই এলাকায় গত সাত বছর ধরে রয়েছেন বলেও দাবি করেন তিনি। গত বৃহস্পতিবার ভোরে নিজ বাড়িতে হামলার শিকার হন সাইফ। ছুরির আঘাতে মারাত্মক জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। এদিকে ঘটনার তিন দিন পর, রবিবার ভোরে থানের হিরনন্দানি এস্টেট এলাকা থেকে অভিযুক্ত শরিফুলকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর মুম্বই পুলিশের ডিসিপি দীক্ষিত গেদাম জানিয়েছিলেন, অপরাধীর কাছে ভারতীয় নাগরিকত্বের কোনও প্রমাণ পাওয়া যায়নি। সন্দেহ করা হচ্ছে তিনি বাংলাদেশের নাগরিক। গত পাঁচ-ছ’মাস ধরে এই এলাকায় থাকছিলেন এবং বিভিন্ন হোটেলে কাজ করছিলেন। এদিন বান্দ্রা আদালত চত্বরে দাঁড়িয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অভিযুক্তের আইনজীবী বলেন, আদালত পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। পাশাপাশি পুলিশকে এই সময়ের মধ্যে রিপোর্ট পেশ করার নির্দেশও দিয়েছে। পুলিশের কাছে এমন কোনও তথ্য নেই যা থেকে প্রমাণ হয় শরিফুল বাংলাদেশের নাগরিক। তা ছাড়া, উনি গত পাঁচ মাস এই এলাকায় থাকছিলেন, এ তথ্যেরও সত্যতা নেই। পূর্ণাঙ্গ তদন্ত করাই হয়নি, এতে ৪৩ এ ধারা ভঙ্গ হচ্ছে। সন্দীপের দাবি, সুপ্রিম কোর্টের নির্দেশিকা মেনে নোটিস জারি করা হয়নি। তিনি বলেন, আদতে হত্যার কোনও উদ্দেশ্যই ছিল না। এফআইআর বা রিমান্ড কপিতে হত্যা বা প্রাণনাশের হুমকির মতো কোনও শব্দের উল্লেখ করা নেই। অথচ, সরাসরি পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হল। একা সন্দীপ নন, শরিফুলের আর এক আইনজীবী দীনেশ প্রজাপতি দাবি করেন, গত সাত বছর ধরে তিনি সপরিবার মুম্বই এলাকায় বাস করছেন। তিনি দাবি করেন, আমার মক্কেলের কাছে থেকে কিছুই পাওয়া যায়নি। বাংলাদেশি হওয়ার কোনও তথ্যও আদালতে পেশ করতে পারেনি পুলিশ। কিন্তু আদালতে কেন শরিফুলের পরিবারের কাউকে দেখা গেল না? এমন প্রশ্নে আইনজীবীরা বলেন, চাপের মুখে তারা এখানে আসতে পারেননি। অবশ্যই আসবেন, যখন প্রয়োজন হবে।
 

বিনোদন থেকে আরও পড়ুন

বিনোদন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status