বাংলারজমিন
শ্যামনগরে ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
২০ জানুয়ারি ২০২৫, সোমবারসাতক্ষীরার শ্যামনগর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাগর কুমার মণ্ডল (২৮) কে গ্রেপ্তার করেছে শ্যামনগর থানা পুলিশ। শনিবার রাত ৮ টার দিকে উপজেলার পরানপুর বাজারের গঙ্গার মোড় থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। সে উপজেলার পরানপুর গ্রামের সুভাষ চন্দ্র মণ্ডলের ছেলে। জানা যায়, ২০১৯ সাল থেকে তিন বছর শ্যামনগর উপজেলা ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। শ্যামনগর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির মোল্লা গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, শ্যামনগর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাগর কুমার মণ্ডলকে বিস্ফোরক দ্রব্য, মারামারি ও চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন
বাংলারজমিন থেকে আরও পড়ুন
বাংলারজমিন সর্বাধিক পঠিত
৬
১৬ বছর কারাগারে/ মেলেনি মায়ের জানাজায় অংশ নেয়ার অনুমতি হারিয়েছেন ২৬ স্বজন
৮