কলকাতা কথকতা
পার্থের মুখে কুলুপ, অর্পিতার ফ্ল্যাটের টাকা কার?
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(২ বছর আগে) ২ আগস্ট ২০২২, মঙ্গলবার, ১০:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১:৫৬ অপরাহ্ন

এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) হেফাজতে থাকার মেয়াদ আজ শেষ হচ্ছে পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের। কাল তাদের ব্যাংকশাল কোর্টে ইডির বিশেষ আদালতে পেশ করা হবে। তার আগে আজ ইএসআই হাসপাতালে তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে রুটিনমাফিক।
ইডি সূত্রে জানা গেছে, বাইরে সংবাদমাধ্যমের কাছে পার্থ চট্টোপাধ্যায় যতই ষড়যন্ত্র, ষড়যন্ত্র বলে চেঁচান, ইডির জেরার সামনে একেবারেই মুখ খুলেননি। শুধু বলেছেন, অর্পিতার ফ্ল্যাটে জমা থাকা টাকা তার নয়। টাকা কার সেই সম্পর্কেও স্পষ্টভাবে মুখ খুলেননি। অর্পিতা মুখোপাধ্যায়ও ওই টাকা আমার নয় বলে দাবি তুলে বলেছেন, কিছু লোক তার ফ্ল্যাটে এসে নিয়মিত টাকা রেখে যেত। তারা কি পার্থ বাবুর লোক? অর্পিতা এই প্রশ্নের জবাবে বলেছেন, কিছু লোক পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বৃত্তের। তবে, টাকা কার সেই বিষয়ে অর্পিতাও সদুত্তর দেননি। এই অবস্থায় বুধবার ইডি পার্থ-অর্পিতার হেফাজতের মাত্রা আরও কয়েকদিন বাড়ানোর আবেদন করতে পারে। জামিনের বিরোধিতা তারা করবে তথ্য প্রমাণ লোপাটের সম্ভাবনার কথা বলে। যদি পার্থ এবং অর্পিতার জেল কাস্টডি হয় তাই আলিপুর সংশোধনাগারে নারী ওয়ার্ডে অর্পিতার জন্য ব্যবস্থা রাখা হয়েছে। পার্থ থাকবেন প্রেসিডেন্সি সংশোধনাগারে অন্য বন্দিদের সঙ্গে। জেল কর্তৃপক্ষ সব রকম ব্যবস্থা তৈরি রেখেছেন। মঙ্গলবার প্রথম দফার শেষ জেরায় পার্থ- অর্পিতা কিছু কবুল করেন কিনা সেটাই দেখার।