ঢাকা, ২০ ফেব্রুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, ৭ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ, ২০ শাবান ১৪৪৬ হিঃ

বিনোদন

রেকর্ড দিয়ে বছর শুরু ফারহানের

স্টাফ রিপোর্টার

(১ মাস আগে) ১৮ জানুয়ারি ২০২৫, শনিবার, ৬:১২ অপরাহ্ন

mzamin

শারীরিক অসুস্থতা কাটিয়ে উঠে দারুণ সময় পার করছেন ছোট পর্দার মেধাবী  অভিনেতা মুশফিক আর ফারহান।মোহাম্মদ তৌফিকুল ইসলামের পরিচালনায় তার অভিনীত ‘সুইট ফ্যামিলি’ নাটকটি বছরের প্রথমদিন মুক্তির পর দারুণ সাড়া ফেলেছে। এই সাড়া দেখেই অভিনেতার ভাষ্য, গেল বছরের দেশের রাজনৈতিক পরিস্থিতির পর দর্শক আবার নাটকে ফিরেছেন।
সুলতান এন্টারটেইনমেন্টের ব্যানারে ‘সুইট ফ্যামিলি’ নাটকটি মুক্তির দুই সপ্তাহে এক কোটি ভিউয়ের রেকর্ড গড়েছে। বলা যায়, নতুন বছরের প্রথম নাটক হিসেবে নতুন আরেক রেকর্ড গড়লেন ফারহান-স্পর্শিয়ার। 
মুশফিক আর ফারহান বলেন, গত ৫ আগস্টের পর থেকে নাটক ইন্ডাস্ট্রি কাজের সংখ্যা কিছুটা কমে গিয়েছিল। তার কারণ আমার মনে হয়, দর্শক দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় কিছুটা চিন্তিত ছিলেন কমবেশি। সেই পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে, ইন্ডাস্ট্রিতে আবারও কাজের গতি ফিরে এসেছে। দর্শকেরা আবারও নাটক দেখছেন। তাদের ভালোলাগা-খারাপ লাগা শেয়ার করেছেন। সবমিলিয়ে এমন সময়ে তাও নতুন বছরে শুরুতেই ‘সুইট ফ্যামিলি’ নাকটটি অল্প সময়ে ১ কোটি ভিউ অতিক্রম করেছেন। অভিনেতা যুক্ত করে বলেন, এটা সত্যি ভালোলাগা আমার জন্য। সামনে ভালোবাসা দিবসের কাজগুলো করার ক্ষেত্রে অনুপ্রেরণা পাচ্ছি দর্শকদের এই রেসপন্সের মাধ্যমে।আমি আমার ক্যারিয়ারের শুরু থেকে সবসময়ই কৃতজ্ঞতা প্রকাশ করে আসছি আমার নাটকের ভক্তদের। কারণ আমি তাদের কারণেই আজকের ফারহান হতে পেরেছি। তাদের ভালো লাগার কথা মাথায় রেখেই কিন্তু প্রতিটি নাটকের গল্প  নির্বাচন করি।এই নাটকটিও তেমন একটি কাজ আমার। আমি বেঁচে বেঁচে কাজ করার চেষ্টা করি কিন্তু যাই করি ঠিকঠাক করতে চাই, যেন আমার কাজটি দেখার সঙ্গে সঙ্গেই দর্শকের মধ্যে ভালো লাগায় রূপান্তর হয়।
মুশফিক আর ফারহান গল্পের প্রয়োজনে নিজেকে প্রতিনিয়ত ভাঙা-গড়ার মধ্যে রাখছেন। প্রতিটি নাটকে নিজেকে ভিন্ন রূপে উপস্থাপন করছেন। আর অনবদ্য অভিনয়ে কেড়ে নিচ্ছেন দর্শকের মন। কখনো সুইপার, কখনো বাকপ্রতিবন্ধী প্রেমিক আবার কখনো লেগুনা চালক, কখনো পিচাশ, কখনো ভালো হাজবেন্ড হয়ে পর্দা মাতাচ্ছেন এই তারকা।

বিনোদন থেকে আরও পড়ুন

বিনোদন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status