অনলাইন
'যুক্তরাষ্ট্র এবং ভারত উভয়েই যত দ্রুত সম্ভব বাংলাদেশে গণতন্ত্র এবং একটি গণতান্ত্রিক নির্বাচন দেখতে চায়'
মানবজমিন ডিজিটাল
(১ মাস আগে) ১৬ জানুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, ৮:৩৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:১৪ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্র এবং ভারত উভয়েই একটি শান্তিপূর্ণ, গণতান্ত্রিক দক্ষিণ এশিয়া দেখতে চায় এবং আমরা সেই দৃষ্টিভঙ্গি একে ওপরের সাথে শেয়ার করি। ডব্লিউইওনের সহকারী সম্পাদক সিদ্ধান্ত সিবালের সাথে কথা বলার সময় একথা জানান ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেটি। এ বিষয়ে দু'দেশ সমন্বয় রেখে কাজ করছে বলেও জানান গারসেটি। তিনি বলেছেন- 'আমরা স্পষ্ট করে দিতে চাই, বাংলাদেশ হোক বা অন্য যে কোনো দেশ, ধর্মীয় সংখ্যালঘুরা যেন নির্যাতিত না হয় এবং আমি মনে করি সামনে একটি সুযোগ আছে। যুক্তরাষ্ট্র ও ভারত উভয়েই যত দ্রুত সম্ভব বাংলাদেশে গণতন্ত্র এবং গণতান্ত্রিক নির্বাচন দেখতে চায়। এটি বাংলাদেশকে তার পরবর্তী অধ্যায়ের সূচনা করতে সাহায্য করতে পারে।' মার্কিন রাষ্ট্রদূত মনে করেন, 'অতীত সম্পর্ক নিয়ে ভাবার সময় এটি নয়। বরং যুক্তরাষ্ট্র ও ভারত একসাথে কী করতে পারে তা নিয়ে ভাবতে হবে।'
পাঠকের মতামত
এদের নিজেদের পিছনেই কাপড় নাই, এরা আমাদের স্যুট পড়াতে চায়। ভারতীয়রা যতদিন নিজের চরকায় তেল না দিবে ততদিন এদের উন্নতি হবে না।
ভারত কিভাবে দ্রুত নির্বাচন চায়? হাসিনাকে ছাড়া নির্বাচন হবেনা, মোদির কাছে সকলের দাবী হাসিনাকে ফেরত পাঠাও তারপর নির্বাচন চাও!
আগে সংস্কার এর পক্ষে গনভোট দেয়া হোক, তারপর নির্বাচন হতে পারে।
ভারত কি সত্যিই বাংলাদেশে গনতন্ত্র চায়?
অভিশপ্ত ভারতের মুখে গনতন্ত্র !? এতদিন কোথায় ছিল ??
এপ্রিল মাসের মাঝে নির্বাচন হওয়া দরকার।
Look back at India itself.......
ফ্যাসিবাদী সরকারের বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন নয়।
US should speak regarding minorities in India instead. We dont need their advise.
যুক্তরাষ্ট্র ও ভারত ঠিক করে দিবে আমরা কি করব? তারপরে আমরা তা করতে পারব