ঢাকা, ২০ ফেব্রুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, ৭ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ, ২০ শাবান ১৪৪৬ হিঃ

প্রথম পাতা

পুতুলের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক

অনিয়ম করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ

স্টাফ রিপোর্টার
১৬ জানুয়ারি ২০২৫, বৃহস্পতিবারmzamin

অনিয়ম, দুর্নীতির মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া বিষয়ক আঞ্চলিক পরিচালকের পদ পাওয়ার অভিযোগে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অনুসন্ধানের বিষয়ে ইতিমধ্যেই একটি দল গঠন করা হয়েছে। বুধবার সংস্থাটির প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেছেন দুদকের মহাপরিচালক আক্তার হোসেন।

তিনি বলেন, সায়মা ওয়াজেদ পুতুল নানা দুর্নীতির মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদে নিয়োগ পান। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মেয়ে পুতুলকে ডব্লিউএইচও-এর দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হওয়ার যোগ্যতা না থাকা সত্ত্বেও আঞ্চলিক পরিচালক বানাতে তার ক্ষমতাকে অনৈতিকভাবে ব্যবহার করেছিলেন বলে অভিযোগ রয়েছে।
অন্যদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিরক্ষা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, তার স্ত্রী ও এক মেয়ে এবং শেখ রেহানার দুই মেয়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুদক।
ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতি করে তারা জমি আত্মসাৎ, অর্থ পাচার এবং দেশে-বিদেশে অবৈধ সম্পদ অর্জন করেছেন বলে অভিযোগ রয়েছে। এসব অভিযোগ অনুসন্ধান করবে দুদক।

তারিক আহমেদ সিদ্দিকের স্ত্রী শাহিন সিদ্দিক, মেয়ে বুশরা সিদ্দিক এবং শেখ রেহানার দুই মেয়ে হলেন- টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও আজমিনা সিদ্দিক (রূপন্তী)। টিউলিপ ও আজমিনা তারিক আহমেদের ভাতিজি।
গত ২২শে অক্টোবর তারিক আহমেদ সিদ্দিক ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব স্থগিত করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এ সংক্রান্ত নির্দেশনা দেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে পাঠায়।

পাঠকের মতামত

এসব রাজনৈতিক মামলা কিছুদিন পরে পালাবদল হওয়ার পরে আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে এটা আমরা ভালোভাবেই জানি।

মোঃ দেলোয়ার হোসেন
১৭ জানুয়ারি ২০২৫, শুক্রবার, ৭:৩২ পূর্বাহ্ন

শেখের বেটি হাসিনা!!! চুরির ঠেলায় বাচিনা!!!

MD REZAUL KARIM
১৬ জানুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, ১:১৪ অপরাহ্ন

শেখ পরিবার’ এমন একটা পরিবার যে পরিবারে একজনও ভালো ন্যায় নীতিবান মানুষ জন্ম নেয়নি! সবাই চোর? শুধু মুজিব পরিবার নয়, ওই শেখ পরিবারের সঙ্গে যারা আত্মীয়তা করেছেন তাদেরও সবাই চোর! আত্মীয়-স্বজনদের পারিবারিক অন্য পদবি হলেও সবাই নামের আগে ‘শেখ’ ব্যবহার করেন শুধু চুরি সুবিধার জন্য? সোশ্যাল মিডিয়ায় আওয়ামী লীগ শাসনামলে শেখ পরিবারে সদস্যদের চুরি, লুট, অনৈতিকতা, এমপি-মন্ত্রী হওয়া, বাসার চাকর-বাকরদের কোটি কোটি টাকার মালিক হওয়া নিয়ে নেটিজেনদের মধ্যে তুমুল বিতর্ক চলছে।

Faruki
১৬ জানুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, ১২:৫১ পূর্বাহ্ন

খুবই ভালো উদ্যোগ। কানাডার একটা তৃতীয় শ্রেণীর বিশ্ববিদ্যালয়ে স্কুল সাইকোলজি নিয়ে পড়ে উনি হয়ে গেছেন অটিজম বিশেষজ্ঞ। পাবলিক হেলথে তার বিন্দু মাত্র অভিজ্ঞতা বা পড়াশুনা না থাকলেও উনি বিশ্বের সব চেয়ে বড় পাবলিক হেলথ অর্গানাইজাশন এর ডিরেক্টর হয়ে বসে আছে।

Aronno Hassan
১৬ জানুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, ১২:২৮ পূর্বাহ্ন

প্রথম পাতা থেকে আরও পড়ুন

প্রথম পাতা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status