প্রথম পাতা
প্রোক্লেমেশন দিতে ব্যর্থ হলে জনগণের কাতারে নেমে আসুন
স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ থেকে
১৫ জানুয়ারি ২০২৫, বুধবার
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ফ্যাসিবাদের পক্ষে যে কলম দিয়ে লিখবেন, সেই কলমগুলো ভেঙে দেবো। ফ্যাসিবাদের পক্ষে যেসব মিডিয়া কথা বলবে, সেসব মিডিয়ার বিরুদ্ধে আমাদের অবস্থান অব্যাহত থাকবে। ফ্যাসিবাদের পক্ষে যেসব মগজ চিন্তার প্রসার ঘটাবে তাদের বিরুদ্ধে আমাদের শক্ত অবস্থান থাকবে। গতকাল বেলা ১১টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের দাবিতে গণসংযোগ ও পথসভায় তিনি এসব বলেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, এই তরুণ প্রজন্মের কথা বুঝতে ব্যর্থ হলে পরবর্তীতে যারাই নীতিনির্ধারণী পর্যায়ে আসবে তাদেরও আওয়ামী লীগের মতো পরিণতি হবে। সুতরাং ফ্যাসিবাদবিরোধী প্রত্যেকটি রাজনৈতিক দলের সংমিশ্রণে পরবর্তী বাংলাদেশের বিনির্মাণ করতে হবে এবং প্রত্যেকটি জিনিসের দালিলিক স্বীকৃতি দিতে হবে। অবিলম্বে জুলাই বিপ্লবের ঘোষণা দিতে হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক বলেন, আওয়ামী লীগের জাহেলিয়াতের শাসনের নিষিদ্ধ হবে কিনা সেটি চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছিল ৫ আগস্ট। আজকে বিপ্লবীরা এই বিপ্লবের লিখিত দালিলিক স্বীকৃতির জন্য যখন অপেক্ষা করছে। অন্যদিকে রাষ্ট্রযন্ত্র আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য বিভিন্নভাবে প্রস্তুতি নিচ্ছে। তারা পুনর্বাসিত হবে কিনা সেই সিদ্ধান্ত নতুন করে নেয়ার কিছু নাই। তাদের বাংলাদেশের রাজনীতিতে নিষিদ্ধের চূড়ান্ত হয়ে গেছে ৫ই আগস্ট। তাদের প্রত্যেকটি নেতাকর্মীকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। তাদের বিচার নিশ্চিত না হওয়ার জন্য যারা কথা বলবে, আমরা ধরে নেবো আওয়ামী লীগ বাংলাদেশে যে জাহেলিয়াতের রাজনীতি কায়েম করেছিল সেখানে তাদেরও ইন্ধন ছিল।
তিনি বলেন, আমরা বিপ্লবী শক্তি স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, আমাদের হারানোর কিছু নাই। সুতরাং আওয়ামী লীগ পুনর্বাসিত হবে কিনা সেটা প্রাসঙ্গিক আলাপ নয়। তরুণ প্রজন্মকে ভয়কে জয় করতে হয়েছে। দুর্বৃত্তায়নের রাজনীতি, প্রতিহিংসার রাজনীতি তরুণদের আশাহত করেছে যুগের পর যুগ। আমরা জনকল্যাণমূলক রাজনীতি শুরু করতে পারিনি। আমরা রাষ্ট্রের মধ্যে নাগরিক হয়ে উঠতে পারিনি। আমাদের অতীতের রাজনৈতিক ইতিহাস থেকে যুগের পর যুগ বঞ্চিত করা হয়েছ। এই বঞ্চিত তরুণ প্রজন্মকে দ্রোহের আগুন থেকে ফ্যাসিবাদ মুক্ত করেছি।
তিনি আরও বলেন, অতীতে যে রাজনীতি আমাদের এত বছর ধরে করেছে তাদের অভিজ্ঞতা, ও তরুণ প্রজন্মের ভয়হীন মনোভাবের সংমিশ্রণে আমাদের পরবর্তী বাংলাদেশ বিনির্মিত হবে। এই গণঅভুত্থ্যানে যে সকল দলগুলো ছিল সেগুলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে এসে ফ্যাসবাদের সমূলে উৎপাটন করেছি। অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, আমাদের ১৫ই জানুয়ারি পর্যন্ত আল্টিমেটাম ছিল। আমরা এই সরকারকে সময় দিয়েছি। এই সরকার কমিটমেন্ট করেছিল রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে ঘোষণাপত্র দেবেন। কিন্তু আমরা এখনো পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখতে পারছি না। আমাদের প্রতিনিধি হয়ে যাদেরকে উপদেষ্টা করেছি, আপনারা রাষ্ট্রীয় কোনো বাধা থাকলে জনসম্মুখে প্রকাশ করুন। এই ঘোষণা দিতে আপনাদের বাধা কোথায়? যদি আপনারা সেটি করতে ব্যর্থ হন তাহলে উপদেষ্টার কাতার থেকে জনগণের কাতারে নেমে আসুন।
জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের দাবিতে গণসংযোগ ও পথসভার আয়োজন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি নারায়ণগঞ্জ জেলা। এ সময় উপস্থিত ছিলেন- জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন, যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন, যুগ্ম আহ্বায়ক আলী আহসান জোনায়েদসহ মুখপাত্র আরেফীন মুহাম্মাদ হিজবুল্লাহ, কেন্দ্রীয় সদস্য শওকত আলী, সাবিত আল হাসান, তামিম আহমেদ।
পাঠকের মতামত
Bravo! Go ahead. There is no going back
Bravo! Go ahead
স্বৈরাচার নিপাত যাক - গণতন্ত্র মুক্তি পাক
Absolutely Right