খেলা
সাকিবের বাদ পড়া নিয়ে খোলামেলা বলতে চান না লিপু
স্পোর্টস রিপোর্টার
১৩ জানুয়ারি ২০২৫, সোমবার
চ্যাম্পিয়নস ট্রফি দলে রাখা হয়নি সাকিব আল হাসানকে। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেন, ‘রাজনৈতিক কারণ নয়, বোলিংয়ের কারণেই দলে নেই সাকিব।’ গতকাল সংবাদ সম্মেলনে লিপু বলেন, ‘বোলিং অ্যাকশন নিয়ে যে সমস্যা আছে, সেটা থেকে উত্তরণের জন্য পরীক্ষা দিয়েছিল সাকিব। ফলাফল নেগেটিভ হওয়ায় এখন শুধু ব্যাটার হিসেবে খেলতে পারবে। সিলেকশন প্রসেসে ওর অবস্থান ছিল ব্যাটার হিসেবে। এই দলে টিম কম্বিনেশন সাজাতে গিয়ে শুধু ব্যাটার হিসেবে ১৫ জনের দলে জায়গা দিতে পারিনি তাকে।’ ২০০৬ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলার পর ওই বছরই আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে খেলেন সাকিব। ১৯ বছর পর প্রথম কোনো আইসিসি ইভেন্টে বাংলাদেশ দলে নেই সাকিব। ২০২৩ সালের বিশ্বকাপের পর আর ওয়ানডে খেলেননি তিনি। এই সংস্করণে সবশেষ ১০ ম্যাচে তিন ফিফটির পাশাপাশি দুটি চল্লিশ ছোঁয়া ইনিংস আছে তার। সাকিবকে কেন ব্যাটার হিসেবে নিলেন না সেই ব্যাখায় বিস্তারিত বলতে চাইলেন না লিপু।
তিনি বলেন, ‘একজন কিংবদন্তি ক্রিকেটারকে নিয়ে কোন জায়গাটার জন্য তাকে দলে রাখা গেল না, এটা নিয়ে পাবলিকলি এত খোলামেলা আলোচনা করা খুব একটা ভালো কথা নয়। এই মুহূর্তে যারা দলে আছে, তারা এগিয়ে আছে। কারণ তারা আমাদের সঙ্গে আছে। ঘরোয়া ক্রিকেটে তারা খেলছে। তারা আস্থাশীল সেই কারণেই।’