বাংলারজমিন
রাজশাহীতে থানা থেকে লুট হওয়া অস্ত্র-গুলি উদ্ধার
রাজশাহী প্রতিনিধি
১৩ জানুয়ারি ২০২৫, সোমবাররাজশাহী মহানগরীর রাজপাড়া থানা থেকে গত ৫ই আগস্ট লুট হওয়া একটি আগ্ন্নেয়াস্ত্র ও ৫০ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ১০টার দিকে নগরীর রাজপাড়া থানার শ্রীরামপুর ভাঙ্গাপাড়া নদীর ঘাট এলাকার পদ্মা নদীর চরের ফসলি জমি থেকে অস্ত্র ও এসব গুলি উদ্ধার করা হয়। এসব তথ্য নিশ্চিত করেছেন রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম। তিনি বলেন, নগরীর কাজীহাটা এলাকার এক ব্যক্তির ব্যক্তিগত একটি রিভলবার ও ৫০ রাউন্ড গুলি থানায় জমা ছিল। গত ৫ই আগস্ট থানা থেকে গুলিসহ এই আগ্নেয়াস্ত্রটি লুট হয়ে যায়। তিনি আরও বলেন, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পদ্মা নদীর চরের ফসলি জমি থেকে পরিত্যক্ত অবস্থায় গুলিসহ আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করা হয়। বর্তমানে এটি থানা হেফাজতে রয়েছে।