বাংলারজমিন
নবীগঞ্জে মহাসড়কের অধিগ্রহণকৃত জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন
স্টাফ রিপোর্টার, হবিগঞ্জ থেকে
১৩ জানুয়ারি ২০২৫, সোমবারহবিগঞ্জের নবীগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেন নির্মাণে অধিগ্রহণকৃত জমি, ঘর-বাড়ি, বিল্ডিং, মার্কেট ও গাছপালার ক্ষতিপূরণের ন্যায্যমূল্য পাওয়ার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুর ১২টায় উপজেলার দেবপাড়া বাজারে ক্ষতিগ্রস্ত মালিক ও এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। গোলাম মো. সকুরের সভাপতিত্বে ও কামরুল ইসলামের পরিচালনায় মানববন্ধনের শুরুতেই কর্মসূচি ঘোষণা করেন শাহ মিজানুর রহমান। এ সময় বক্তারা বলেন, আগামী ৩১শে জানুয়ারির মধ্যে অধিগ্রহণকৃত জমির মালিকদের আলাপ করে ন্যায্যমূল্য নির্ধারণ করতে হবে। ন্যায্যমূল্যের দাবি না মানলে মহাসড়ক অবরোধ ও জেলা প্রশাসক কার্যালয় ঘেরাওসহ বৃহত্তর কর্মসূচি দেয়া হবে। মানববন্ধনে বক্তব্য রাখেন- মো. শফিকুল ইসলাম, সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আশরাফ আলী, মো. আশিকুর রহমান, সিরাজ মিয়া, আশরাফ উদ্দিন, সমুজ মিয়া, আব্দুল আলী লুৎফুর রহমান, সুফিয়ান, কাজী তাজুল ইসলাম সাহেদ, সৈয়দ জুবায়ের, সৈয়দ রুবেল মিয়া মিন্টু, সাজ্জাদ মিয়া, ইছা ও আনসার ইসলাম প্রমুখ।