ঢাকা, ৭ জুলাই ২০২৫, সোমবার, ২৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ১০ মহরম ১৪৪৭ হিঃ

অনলাইন

জামিন পেলেও জেল থেকে মুক্তি পাবেন না নিজ্জর খুনে অভিযুক্ত চার ভারতীয়

মানবজমিন ডিজিটাল

(৫ মাস আগে) ১১ জানুয়ারি ২০২৫, শনিবার, ১:০৬ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০৭ পূর্বাহ্ন

mzamin

খলিস্তানপন্থী হরদীপ সিং নিজ্জরকে খুনের ঘটনায় অভিযুক্ত চার ভারতীয়কে জামিন দিয়েছে কানাডার আদালত।  নিজ্জর-হত্যায় অভিযুক্তরা সবাই ভারতীয় কিংবা ভারতীয় বংশোদ্ভূত। তাদের নাম- করণ ব্রার, কমলপ্রীত সিং , করণপ্রীত সিং  এবং আমনদীপ সিং। খুন এবং খুনের পরিকল্পনার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। কয়েকদিন আগে প্রাদেশিক আদালতের পরিবর্তে বৃটিশ কলম্বিয়ার উচ্চ আদালতে বিচার প্রক্রিয়া শুরু হয়। প্রধানমন্ত্রী পদ থেকে  জাস্টিন ট্রুডো পদত্যাগ করতেই কানাডায় জামিন পেয়েছেন চার ভারতীয়, এমন খবর ছড়িয়ে পড়তেই কানাডা প্রশাসন জানিয়ে দিলো চার ভারতীয়কে মুক্তি দেওয়া হয়নি। বাধ্যতামূলকভাবে বন্দি থাকতে হবে নিজ্জর খুনে অভিযুক্তদের। আপাতত তাদের মুক্তির আবেদন নিয়ে শুনানিও হবে না আদালতে। কানাডার আইন মন্ত্রকের কর্মকর্তা অ্যান সিমোর জানিয়েছেন, “চারজন অভিযুক্তকে বাধ্যতামূলকভাবে আটক রাখার নির্দেশ দিয়েছে আদালত। আপাতত জেলবন্দি থাকবেন চার অভিযুক্ত।  তাদের মুক্তির আবেদনও শুনবে না আদালত।” 

অর্থাৎ বিচারপ্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত গারদের ওপারেই থাকতে হবে চার ভারতীয়কে।

সূত্রের খবর, বেশ কিছুদিন পরে হয়তো অভিযুক্তদের জেলমুক্তির শুনানি হতে পারে। কিন্তু তাতেও আদালত আবেদন খারিজ করতে পারে কারণ হত্যা এবং খুনের ষড়যন্ত্রের মতো গুরুতর অভিযোগ রয়েছে চারজনের বিরুদ্ধে। খলিস্তানি নেতা নিজ্জরকে ২০২০ সালে ‘সন্ত্রাসবাদী’ বলে ঘোষণা করেছিল ভারত। তার তিন বছর পর ২০২৩ সালের ১৮ জুন কানাডার বৃটিশ কলম্বিয়ার সারের একটি গুরুদ্বারের সামনে তাকে হত্যা করা হয়। এর পরেই নিজ্জর হত্যাকাণ্ডে ভারতের ‘ভূমিকা’ রয়েছে বলে অভিযোগ তোলে তৎকালীন ট্রুডো সরকার। চিড় ধরে ভারত-কানাডা সম্পর্কেও। ট্রুডোর ওই অভিযোগের পর, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কানাডাকে পাল্টা দোষারোপ করেন বিচ্ছিন্নতাবাদী ও খলিস্তানপন্থীদের আশ্রয় দেওয়ার জন্য। এর পরেই নিজ্জর-খুনে জড়িত সন্দেহে ২০২৪ সালের মে মাসে চার জন ভারতীয় এবং ভারতীয় বংশোদ্ভূতকে গ্রেফতার করে কানাডা পুলিশের ইন্টিগ্রেটেড হোমিসাইড ইনভেস্টিগেশন টিম।

সূত্র : হিন্দুস্থান টাইমস

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status