অনলাইন
সিইসি
প্রধান উপদেষ্টার নির্বাচন রোডম্যাপ অনুযায়ী কাজ করছে ইসি
স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
(২ সপ্তাহ আগে) ১১ জানুয়ারি ২০২৫, শনিবার, ১২:১০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৭ পূর্বাহ্ন
এ এস এম নাসির উদ্দিন।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এস এম নাসির উদ্দিন বলেছেন, ‘প্রধান উপদেষ্টা জাতীয় নির্বাচন নিয়ে যে রোডম্যাপের কথা বলেছেন, সেই অনুসারে কাজ করছে নির্বাচন কমিশন (ইসি)।
শনিবার সকালে ‘ভোটার হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন’ নিয়ে সিলেট জেলার সকল নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শুরুর আগে সার্কিট হাউজ সম্মেলন কক্ষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
সিইসি বলেন, ‘সংস্কার কমিশনের প্রতিবেদন দেয়ার পর রাজনৈতিক দলগুলোর নিবন্ধন নিয়ে নতুন পরিকল্পনা করবে ইসি।’ সেই সঙ্গে ভোটার আইডি কার্ড সংশোধনের আর্থিক দুর্নীতির সঙ্গে বিগত দিনে যারা জড়িত ছিলো তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে বলে জানান তিনি।
ভোটার অন্তর্ভুক্তির বিষয়ে সিইসি বলেন, ‘প্রথম বছরেই সবাইকে অন্তর্ভুক্তি করা সম্ভব হবে না। তবে প্রক্রিয়া যেহেতু শুরু হয়েছে সকল প্রবাসীদেরকেই পর্যায় ক্রমে ভোটার তালিকায় আনা হবে।’