ঢাকা, ২৩ জানুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, ২২ রজব ১৪৪৬ হিঃ

খেলা

চার গোলের জয় কিংসের

স্পোর্টস রিপোর্টার
১১ জানুয়ারি ২০২৫, শনিবারmzamin

ম্যাচের দ্বিতীয় মিনিটে মেহেদি হাসান শ্রাবণের হাস্যকর ভুলে পিছিয়ে পড়ে বসুন্ধরা কিংস। উপহার পাওয়া এই গোল নিয়ে ৬৮ মিনিট পর্যন্ত চ্যাম্পিয়নদের আটকে রাখে ইয়াংমেন্স ফকিরেরপুল। তবে শেষ রক্ষা হয়নি প্রিমিয়ার লীগে নবাগত দলটির। শেষ পর্যন্ত বসুন্ধরা কিংসের কাছে ৪-১ গোলে হেরে মাঠ ছাড়ে তারা । কিংসের হয়ে একটি করে গোল করেন জনাথন ফার্নাদেস, ফয়সাল আহমেদ ফাহিম, রফিকুল ইসলাম ও রাকিব হোসেন। মৌসুমটা মোটেও ভালো যাচ্ছে না বসুন্ধরা কিংসের। লীগে এখন পর্যন্ত সাত ম্যাচের মধ্যে দুটিতে হেরেছে তারা। গতকাল কিংস অ্যারেনায় গোলরক্ষক মেহেদি হাসান শ্রাবনের ভুলে পিছিয়ে পরে বর্তমান চ্যাম্পিয়নরা। বক্সের বাইরে থেকে শ্রাবনকে ব্যাকপাস দেন এক ডিফেন্ডার। গড়ানো এই বল নিজেদের জালে জড়িয়েদেন জাতীয় দলের এই গোলরক্ষক। ম্যাচের ৩২ মিনিটে তিতাস লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় ফকিরেরপুল। এই সুযোগ কাজেও লাগিয়েও গোল করতে পারছিল না কিংস । তাদের একের পর এক আক্রমণ ব্যর্থ হচ্ছিল ফকিরেরপুলের রক্ষণে। ম্যাচের ৬৯তম মিনিটে জুনিয়র সোহেল রানার দারুণ এক পাসের ডেডলক ভাঙেন জনাথন। লীগে এই ব্রাজেলিয়ানের এটি চতুর্থ গোল। ৭২ ও ৭৫ মিনিটে আরো দুই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় কিংস।  গোল দুটি করেন ফয়সাল আহমেদ ফাহিম ও রফিকুল ইসলাম। ম্যাচের ৮৩ মিনিটে রাকিব হোসেন চতুর্থ গোল করলে এবারের আসরে চতুর্থ জয় নিয়ে মাঠ ছাড়ে বসুন্ধরা কিংস। লীগে চতুর্থ গোলের দেখাপান রাকিব। এ জয়ে সাত ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থস্থানে কিংস। সাত ম্যাচের সবকটিতে জিতে ২১ পয়েন্ট নিয়ে তালিকায় সবার উপরে মোহামেডান। এক ম্যাচ কম খেলে ১৩ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে ঢাকা আবাহনী।    

 

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

Bangladesh Army

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status