ঢাকা, ২০ জানুয়ারি ২০২৫, সোমবার, ৬ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, ১৯ রজব ১৪৪৬ হিঃ

খেলা

বিস্ফোরক মন্তব্য জকোভিচের

অস্ট্রেলিয়ায় খাবারে মেশানো হয়েছিল ‘বিষ’

স্পোর্টস ডেস্ক
১১ জানুয়ারি ২০২৫, শনিবারmzamin

অস্ট্রেলিয়ান ওপেনের আগে বোমা ফাটালেন ছেলেদের টেনিসে সর্বোচ্চ গ্র্যান্ড স্লামজয়ী নোভাক জকোভিচ। ২০২২-এ মেলবোর্নে করোনাকালীন সময়ে টুর্নামেন্ট কর্তৃপক্ষ জানায়, অংশগ্রহণকারী সবাইকে নিতে হবে করোনার টিকা। তা নিতে চাননি জকোভিচ। সেখানে পৌঁছানোর পর বাতিল করা হয় তার ভিসা। এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চলাকালীন ডিটেনশন হোটেলে রাখা হয় তাকে। সেখানেই বিশ্বের এই সাবেক নাম্বার ওয়ান টেনিস তারকাকে বিষাক্ত খাবার দেয়া হয় বলে দাবি তার।
সেবার অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে গিয়ে বিরাট সমস্যায় পড়েছিলেন নোভাক। প্রথমে করোনার টিকা নিতে অনিচ্ছুক জকোভিচের ভিসা বাতিল করে দেশটি। এরপর তাকে নিজ দেশ সার্বিয়ার ফিরে যেতে বলা হয়। এ ব্যাপারে তিনি মামলা করলেও হেরে যান সরকারের কাছে। যুক্তরাষ্ট্রে ছেলেদের বিখ্যাত জিকিউ ম্যাগাজিন বৃহস্পতিবার জকোভিচের এক সাক্ষাৎকার প্রকাশ করে। সেখানে ২৪ বারের গ্র্যান্ড স্লামজয়ী এই টেনিস তারকা বলেন, ‘মেলবোর্নে হোটেলে আমি বুঝতে পারি যে স্বাস্থ্যগত কিছু সমস্যায় ভুগছি। যে খাবার আমাকে দেয়া হয়েছিল তাতে বিষক্রিয়ায় ভুগছিলাম। সার্বিয়ায় ফেরার পর বেশ কিছু বিষয় বুঝতে পারি। প্রকাশ্যে এ বিষয়ে কখনও কথা বলিনি, তবে যা বুঝতে পারি তা হলো (শরীরে) উচ্চমাত্রার সিসা ও পারদ ছিল।’ মেলবোর্ন পার্কে আগামী রোববার শুরু হতে যাচ্ছে অস্ট্রেলিয়ান ওপেন। এই প্রতিযোগিতার ১১তম ও সবমিলিয়ে ২৫তম গ্র্যান্ড স্লাম জয়ের লক্ষ্যে কোর্টে নামবেন জকোভিচ। ‘বিষ’ প্রসঙ্গে অস্ট্রেলিয়ানদের ব্যাপারে তিনি বলেন, ‘গত কয়েক বছরে অস্ট্রেলিয়ায় অথবা বাইরে অনেক অস্ট্রেলিয়ানের সঙ্গেই পরিচয় হয়েছে। এমন আচরণের জন্য তারা ক্ষমা চেয়েছে এবং নিজেদের সরকারের জন্য লজ্জিত হয়েছে। সরকার পরিবর্তনের পর আমার ভিসা পুনর্বহাল করেছে। এ কারণে আমি কৃতজ্ঞ। আমি জায়গাটা আসলে ভালোবাসি।’ নোভাক আরও বলেন, ‘কয়েক বছর আগে যারা আমাকে দেশটি থেকে বের করে দিয়েছে, তাদের সঙ্গে আর কখনও দেখা হয়নি। তাদের সঙ্গে সাক্ষাতের ইচ্ছাও নেই। তবে কোনোদিন দেখা হয়ে গেলে আমার অসুবিধা নেই। আনন্দ নিয়েই তাদের সঙ্গে হাত মেলাবো।’ এ ব্যাপারে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র বিভাগের এক মুখপাত্র জানান, গোপনীয়তার স্বার্থে ব্যক্তিগত এসব বিষয়ে তিনি মন্তব্য করতে পারেন না। 
সরকারের পক্ষ থেকে জানানো হয়, যে হোটেলে জকোভিচ ছিলেন, সেই পার্ক হোটেলের সঙ্গে লিজ চুক্তি হয়েছিল তাদের। সেখানে থাকা ব্যক্তিদের জন্য দুপুর ও রাতে রান্না করা সতেজ খাবার দেয়া হয়েছিল।  

পাঠকের মতামত

Conspiracy theory.........

জনতার আদালত
১১ জানুয়ারি ২০২৫, শনিবার, ৭:৩৯ পূর্বাহ্ন

খেলা থেকে আরও পড়ুন

Bangladesh Army

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status