বিনোদন
বিস্ফোরক মন্তব্য
বিনোদন ডেস্ক
১১ জানুয়ারি ২০২৫, শনিবারনিজের বিতর্কিত বক্তব্যের জন্য বরাবরই আলোচনার কেন্দ্রে থাকেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। বলিউডের অন্যতম ঠোঁটকাটা ব্যক্তিত্ব তিনি। রাজনীতির দুনিয়ায় পা দিয়েও নিজেকে বদলাননি কঙ্গনা। এবার কঙ্গনার নিশানায় অস্কার কমিটি। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই তারকা সাংসদ বলেন, অস্কারের জন্য যে ধরনের ছবি বাছাই করা হয়, সেখানে ভারতের দুর্দশা, দারিদ্র্যতা তুলে ধরা হয়। সম্প্রতি কিরণ রাওয়ের ‘লাপাতা লেডিস’কে অস্কারের মনোনয়নের জন্য ভারতের অফিসিয়াল এন্ট্রি হিসেবে নেয়া হয়েছিল, তা প্রাথমিক তালিকাতেও জায়গা পায়নি। অভিনেত্রী বলেন, আসলে ভারতের জন্য অস্কার কমিটি যে এজেন্ডা ছাপিয়ে দেয় তা ভিন্ন। যেটি অস্কার বাছাই করে সেটি ভারতবিরোধী ছবি। আমি ছবিটি নিয়ে খুব উচ্ছ্বসিত ছিলাম; যা এখনো প্রশংসা কুড়াচ্ছে। পরিচালককে বলতে শুনেছি, ভারতে ধর্মীয় অসহিষ্ণুতার কারণে আপনি যেভাবে ভালোবাসতে চান সেভাবে ভালোবাসার স্বাধীনতা নেই। আমি মুভিটা দেখিনি। অস্কারের জন্য এমন একটি ছবি হতে হবে, যা আমাদের দেশকে খারাপভাবে তুলে ধরে বিশ্বের সামনে। যেমন ‘স্লামডগ মিলেনিয়ার’। এদিকে রিলিজের আগে বারবার বাধার মুখে পড়েছে কঙ্গনার ‘ইমার্জেন্সি’ সিনেমা। কঙ্গনা বলেন, ‘ইমার্জেন্সি’ এমন কোনো ছবি নয়। পাশ্চাত্যের মানুষ এখন ভারতের বর্তমান অবস্থা দেখতে প্রস্তুত। এসব পুরস্কার নিয়ে আমি কখনোই মাথা ঘামাই না। ভারতীয় পুরস্কার বা পাশ্চাত্যের পুরস্কার, কোনোটা নিয়েই মাথা ঘামাই না। এই চলচ্চিত্রটি খুব ভালোভাবে তৈরি করা হয়েছে এবং এটি একটি আন্তর্জাতিক মানের চলচ্চিত্র। এই ছবিতে দেশের প্রাক্তন এবং একমাত্র মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেছেন কঙ্গনা। আগামী ১৭ই জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এটি।