বিনোদন
অভিষেক হলো রিয়েলির
স্টাফ রিপোর্টার
১১ জানুয়ারি ২০২৫, শনিবারঢালিউডে অভিষেক হলো আরও এক নায়িকার। গতকাল মুক্তিপ্রাপ্ত ‘মেকআপ’ সিনেমা দিয়ে দর্শকদের সামনে এলেন নিপা আহমেদ রিয়েলি। অনন্য মামুন পরিচালিত এ সিনেমাটি গত চার বছর ধরে আটকে ছিল সেন্সর বোর্ডে। যার কারণে রিয়েলির অভিষেকটা হতেও সময় লেগে যায়। তবে এবার গ্ল্যামারাস এ নায়িকা হাজির দর্শকদের সামনে। ছবিতে রিয়েলির নায়ক জিয়াউল রোশান। এ ছাড়াও বিশেষ চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান। এদিকে সিনেমা মুক্তির আগের রাতে নিজেই বিভিন্ন স্থানে ছবির পোস্টার লাগিয়েছেন। সেন্সর বোর্ড থেকে মুক্তির পর থেকে পুরো সময়টা তিনি দিয়েছেন ছবির প্রচারে। প্রথম ছবি প্রসঙ্গে রিয়েলি বলেন, চার বছরের অপেক্ষার অবসান হলো। অবশেষে ছবিটি সামনে এসেছে দর্শকদের। আমার স্বপ্নটাও পূরণ হলো। ছবি প্রসঙ্গে তিনি বলেন, ‘মেকআপ’ রোমান্টিক গল্পে নির্মিত। একজন সাধারণ মেয়ে কীভাবে সুপারস্টার হয়ে ওঠে এবং মাঝপথের বিভিন্ন গল্প নিয়ে ছবিটি নির্মিত। আমি দর্শকদের হলে আসার আমন্ত্রণ জানাচ্ছি। এদিকে নতুন কাজ নিয়ে রিয়েলি বলেন, বেশ কিছু কাজের প্রস্তাব রয়েছে। তবে একটু বুঝে শুনে পথ চলতে হচ্ছে। আশা করছি ভালো কিছু ছবি সামনে দর্শকদের উপহার দিতে পারবো।